Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে বদ্ধপরিকর। ২০০১ সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ প্রণয়ন করা হয়। এ আইন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণে অনন্য দলিল। বাংলাদেশ সংবিধানের ১৫, ১৭, ২০ এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ ও অধিকার প্রদান করা হয়েছে। সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ দায়-দায়িত্বের অংশ হিসেবে ২০০৫-০৬ অর্থ বছর হতে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়। শুরুতে প্রতিবন্ধী ব্যক্তিকে জনপ্রতি মাসিক ২০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। ২০০৮-০৯ অর্থ বছরে জনপ্রতি মাসিক ভাতার হার ২৫০, ২০০৯-১০ অর্থ বছরে ৩০০ টাকা, ২০১০-১১ অর্থ বছরে  ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হতো।  ২০২১-২২ অর্থবছরে চাঁদপুর জেলায় অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩৭,০২৬ জনে উন্নিত হয় এবং মাসিক ৭৫০ টাকা হিসেবে ভাতা প্রদান করা হতো। ২০২২-২৩ অর্থবছরে চাঁদপুর জেলায় অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৪২,৬৬৫ জনে উন্নিত হয় এবং মাসিক ৮৫০ টাকা হিসেবে ভাতা প্রদান করা হতো। বর্তমানে চাঁদপুর জেলায় ২০২৩-২৪ অর্থবছরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৪৯৮৩৭ জনে উন্নিত হয় এবং মাসিক ৮৫০ টাকা হিসেবে ভাতা প্রদান করা হচ্ছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিবিড় তদারকি এবং সমাজসেবা অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বিতরণে প্রায় শতভাগ সাফল্য অর্জিত হয়েছে।  

 

বর্তমান সরকারের সময় অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সর্বমহলে গ্রহণযোগ্য করে তোলার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা হল, বিদ্যমান বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ, ডাটাবেইজ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছর হতে G2P পদ্ধতিতে (Government to Person) ভাতা বিতরণ করা হচ্ছে।

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে): বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর নির্ধারিত ফরমে আগ্রহী ব্যক্তিদের অনলাইনে (http://www.bhata.gov.bd/onlineApplication/) আবেদন করতে হয়। প্রাপ্ত আবেদন ইউনিয়ন কমিটি কর্তৃক সরেজমিনে যাচাই-বাছাই করে প্রস্তাব আকারে উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। অত:পর উপজেলা কমিটি  যাচাই বাছাই করে বরাদ্দ অনুসারে উপকারভোগী নির্বাচন করে। নির্বাচিত ব্যক্তির নামে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ'/ ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং হিসাব খোলা এবং কেন্দ্রীয় হিসাব হতে জিটুপি পদ্ধতিতে EFT এর মাধ্যমে ভাতার টাকা স্থানান্তর করে নির্বাচিত ব্যক্তিকে অবহিতকরণপূর্বক ভাতা বিতরণ সম্পন্ন করা হয় । 

 

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য

১. প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণ;

২. অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন;

৩. দুঃস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনয়ন;

৪. সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণপূর্বক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বাছাইকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসিক ভাতা প্রদান;

৫. প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তকরণ।

 

সংজ্ঞা:

 

‘প্রতিবন্ধী ব্যক্তি’ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ধারা ৩ এ বর্ণিত যে কোন ধরনের প্রতিবন্ধিতাসম্পন্ন কোন ব্যক্তি;

 

প্রার্থী নির্বাচনের মানদন্ড:

 

১. আবেদনকারীকে অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর সংজ্ঞানুযায়ী প্রতিবন্ধী হতে হবে;

২. বাছাইকালে আবেদনকারীর আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় আনতে হবে;

৩. ভাতা প্রদানের ক্ষেত্রে বৃদ্ধ/বৃদ্ধা প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করতে হবে;

৪. ভূমিহীন ও গৃহহীন প্রতিবন্ধীগণ ভাতা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করবে;

৫. নারী প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে;

৬. বহুমাত্রিক প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে;

৭. নতুন ভাতাভোগী মনোনয়নে অধিকতর দারিদ্রপীড়িত ও অপেক্ষাকৃত পশ্চাদপদ বা দূরবর্তী এলাকাকে অগ্রাধিকার দিতে হবে।

৮. চিকিৎসার লক্ষ্যে গরীব মানসিক/অটিস্টিক প্রতিবন্ধী শিশু (বয়স শিথিলযোগ্য) এবং সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে।


ভাতা প্রাপকের যোগ্যতা ও শর্তাবলী:

 

১. সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;

২. প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী  সমাজসেবা কার্যালয় হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি যে জেলার স্থায়ী বাসিন্দা সে জেলা হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করবেন;

৩. মাথাপিছু বার্ষিক আয় ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকার উর্ধে  নয় এমন প্রতিবন্ধী ব্যক্তিগণ;

৪. আবেদনকারীকে অবশ্যই দুঃস্থ প্রতিবন্ধী হতে হবে;

৫. ৬ (ছয়) বছরের উর্ধে সকল ধরণের প্রতিবন্ধীকে ভাতা প্রদানের জন্য বিবেচনায় নিতে হবে;

৬. বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।

 

ভাতা প্রাপ্তির অযোগ্যতা:

১. সরকারি কর্মচারী হলে কিংবা সরকারি কর্মচারী হিসেবে পেনশনভোগী হলে;

২. অন্য কোনভাবে নিয়মিত সরকারি অনুদানপ্রাপ্ত হলে;

৩. কোন বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদানপ্রাপ্ত হলে।

আবেদন করার নিয়মঃ বিনা ঝামেলা, বিনা অর্থ ব্যয়ে এখন থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে ভাতার জন্য আবেদন’ করা যায়। 

আবেদনের লিংকঃ https://mis.bhata.gov.bd/onlineApplication

 

চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিট ভিত্তিক অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর তথ্যঃ ২০২৩-২৪ অর্থবছর


নং

উপজেলার নাম

ইউনিয়ন/ পৌরসভার সংখ্যা

ভাতাভোগীর মোট সংখ্যা

কচুয়া

১৩

১১৭৫৫

শাহরাস্তি

১১

৬০৪৫

হাজিগঞ্জ

১৩

৬০৫৯

সদর

১৪

৫৫৭০

মতলব (দঃ)

৩১৯২

মতলব (উঃ)

১৫

৪৮১৬

ফরিদগঞ্জ

১৬

৮২০১

হাইমচর

২৩৬১

৯।

শহর সমাজসেবা

১৫ টি ওয়ার্ড

১৮৩৮


জেলার সর্বমোট=

৪৯৮৩৭


 

চাঁদপুর জেলার সমাজসেবা অধিদফতরাধীন ০৮ টি উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন ভিত্তিক ২০২৩-২০২৪ অর্থ বছরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতার সংখ্যা তথ্যাদি:


উপজেলার নাম: কচুয়া




ক্রম

ইউনিয়ন/ পৌরসভার নাম

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা

সাচার

৫৮৭

পাথৈর

৭১৬

বিতারা

৯৭৯

গোহাট (উঃ)

৭৭৪

গোহাট (দঃ)

৭৫০

আশ্রাবপুর

১০৬০

কচুয়া (উঃ)

১০৬৪

কচুয়া (দঃ)

৬২১

কাদলা

১৫৩৭

১০

কড়ইয়া

১১৭১

১১

পালাখাল মডেল

৮০৬

১২

সহদেবপুর পশ্চিম

৮২৯

১৩

কচুয়া পৌরসভা

৮৬১


সর্বমোট=

১১৭৫৫




উপজেলার নাম: শাহরাস্তি




ক্রম

ইউনিয়নের নাম


১৪

চিতোষী (পূর্ব)

৫১১

১৫

রায়শ্রী (দঃ)

৫৪৫

১৬

টামটা (উঃ)

৪৯৬

১৭

টামটা (দঃ)

৫০৭

১৮

রায়শ্রী (উঃ)

৫১৮

১৯

শাহরাস্তি পৌরসভা

৭৬৪

২০

মেহার (দক্ষিণ)

৪১৮

২১

সুচিপাড়া (উঃ)

৭৬০

২২

মেহের (উঃ)

৪০০

২৩

চিতশী (পঃ)

৫৭৮

২৪

সুচিপাড়া (দঃ)

৫৪৮


সর্বমোট=

৬০৪৫







উপজেলার নাম: হাজীগঞ্জ




ক্রম

ইউনিয়নের নাম


২৫

হাজীগঞ্জ পৌরসভা

৯৮৩

২৬

হাটিলা (পূর্ব)

৫৮০

২৭

গন্ধব্যপুর (উঃ)

৪১৪

২৮

গন্ধব্যপুর (দঃ)

৩৬১

২৯

বড়কুল (পূর্ব)

৪৫৫

৩০

হাটিলা (পঃ)

৩১২

৩১

বড়কুল (পঃ)

২৬৩

৩২

রাজারগাঁও

৪৪৪

৩৩

বাকিলা দঃ

৪১৭

৩৪

দ্বাদশ গ্রাম

২০৬

৩৫

হাজীগঞ্জ

৫৬৯

৩৬

কালচো (উঃ)

৩৯৯

৩৭

কালচো (দঃ)

৬৫৬


সর্বমোট =

৬০৫৯







উপজেলার নাম: মতলব উত্তর




ক্রম

ইউনিয়নের নাম


৩৮

বাগানবাড়ী

২৮৫

৩৯

জহিরাবাদ

২১৬

৪০

ফরাজীকান্দি

৫৩২

৪১

ফতেহপুর (পূর্ব)

৩১০

৪২

সুলতানাবাদ

৪৭৭

৪৩

কলাকান্দা

১৯৭

৪৪

ছেংগারচর পৌরসভা

৫১০

৪৫

ষাটনল

৩০১

৪৬

মোহনপুর

৩১০

৪৭

একলাশপুর

২৫৭

৪৮

দুর্গাপুর

৩৫২

৪৯

সাদুলস্নাপুর

২৮৬

৫০

ইসলামাবাদ

৩৪৩

৫১

ফতেহপুর (পঃ)

২৯৬

৫২

গজরা

১৪৪


সর্বমোট=

৪৮১৬







উপজেলার নাম: মতলব দক্ষিণ




ক্রম

ইউনিয়নের নাম


৫৩

মতলব পৌরসভা

৭২৩

৫৪

উপাদী (উঃ)

৪২৪

৫৫

নারায়নপুর

৬০৬

৫৬

উপাদী (দঃ)

৪২৯

৫৭

নায়েরগাঁও (দঃ)

৩৯৬

৫৮

খাদেরগাঁও

২৭১

৫৯

নায়েরগাঁও (উঃ)

৩৪৩


সর্বমোট=

৩১৯২







উপজেলার নাম: চাঁদপুর সদর




ক্রম

ইউনিয়নের নাম


৬০

তরপুরচন্ডী

২৩৮

৬১

রাজরাজেশ্বর

১৫২

৬২

চান্দ্রা

৪৮৩

৬৩

হানারচর

২৩৩

৬৪

লক্ষীপুর মডেল

৫৬৯

৬৫

ইব্রাহিমপুর

১৯৬

৬৬

মৈশাদী

৩৭৯

৬৭

আশিকাটি

৫২৭

৬৮

কল্যাণপুর

৩২৯

৬৯

বিষ্ণপুর

৫২৮

৭০

বালিয়া

৪৫৭

৭১

রামপুর

৩৪৫

৭২

শাহমাহামুদপুর

৫৩৬

৭৩

বাগাদী

৫৯৮


সর্বমোট=

৫৫৭০







উপজেলার নাম: হাইমচর




ক্রম

ইউনিয়নের নাম


৭৪

গাজীপুর

৯৩

৭৫

আলগী (উঃ)

৫৫৭

৭৬

আলগী (দঃ)

৬৮৭

৭৭

নীলকমল

২৫৭

৭৮

হাইমচর

১৮৭

৭৯

চরভৈরবী

৫৮০


সর্রমোট=

২৩৬১








উপজেলার নাম: ফরিদগঞ্জ




ক্রম

ইউনিয়নের নাম


৮০

গোবিন্দপুর (দঃ)

৪২৫

৮১

রূপসা (দঃ)

৩৯০

৮২

রূপসা (উঃ)

৬১০

৮৩

ফরিদগঞ্জ পৌরসভা

৮১১

৮৪

গোবিন্দপুর (উঃ)

৫১১

৮৫

সুবিদপুর (পুর্ব)

৪৭৩

৮৬

গুপ্তি (পুর্ব)

৫৬০

৮৭

গুপ্তি (পশ্চিম)

৫৭১

৮৮

পাইকপাড়া (উঃ)

৬৮৫

৮৯

পাইকপাড়া (দঃ)

৪৪১

৯০

বালিথুবা (পুর্ব)

৪৯৩

৯১

বালিথুবা (পঃ)

৪১৯

৯২

সুবিদপুর (পঃ)

৫৫৬

৯৩

চর দুঃখিয়া (পঃ)

৩৪৬

৯৪

চর দুঃখিয়া (পূর্ব)

৪৬৫

৯৫

ফরিদগঞ্জ দক্ষিণ

৪৪৫


সর্বমোট=

৮২০১







উপজেলার নাম: শহর সমাজসেবা কার্যালয়




ক্রম

ইউনিয়নের নাম


৯৬

চাঁদপুর পৌরসভা

১৮৩৮


মোট=

১৮৩৮

চাঁদপুর জেলার সর্বমোট =

৪৯,৮৩৭



বর্তমান সরকারের শুরু থেকে অদ্যাবধি  (২০০৮-০৯ হতে ২০২৩-২৪ অর্থ বছর  পর্যন্তচাঁদপুর জেলায় অসচ্ছল প্রতিবন্ধী কর্মসুচির  বিবরণীঃ

 

অর্থ বছর

মাসিক জনপ্রতি প্রদেয় টাকার হার

বার্ষিক প্রদেয় মোট টাকার পরিমাণ (টাকা)

উপকারভোগীর সংখ্যা (জন)

মন্তব্য

২০০৮-০৯

২৫০

১০৮৭৮০০০

৩৬২৬

উপজেলা / শহর সমাজসেবা কার্যালয়, (সকল) চাঁদপুর কর্তৃক প্রদেয়

২০০৯-১০

৩০০

১৭২১৮৮০০

৪৭৮৩

২০১০-১১

৩০০

১৯৭৪২৪০০

৫৪৮৪

২০১১-১২

৩০০

১৯০২২৪০০

৫২৮৪

২০১২-১৩

৩০০

১৯০২২৪০০

৫২৮৪

২০১৩-১৪

৩৫০

২৪৪১০৪০০

৫৮১২

২০১৪-১৫

৩৫০

৩১০৩৮০০০

৭৩৯০

২০১৫-১৬

৫০০

৬৪৮৬৬০০০

১০৮১১

২০১৬-১৭

৭০০

১১৩৫১৭৬০০

১৩৫১৪

২০১৭-১৮

৭০০

১২৩৭৪০৪০০

১৪৭৩১

২০১৮-১৯

৭০০

১৪৯২০৯২০০

১৭৭৬৩

২০১৯-২০

৭৫০

২৭১০৮০০০০

৩০১২০

২০২০-২১

৭৫০

২৯০০৬১০০০

৩২২২৯

২০২১-২২

৭৫০

৩৩৩২৩৪০০০

৩৭০২৬

২০২২-২৩

৮৫০

৪৩৫১৮৩০০০

৪২৬৬৫

২০২৩-২৪

৮৫০

৪৩৫১৮৩০০০

৪৯৮৩৭


মোট=

২৩৫,৭৪,০৬,৬০০/-