Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছরপ্রধান অর্জনসমূহ

 

সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম জাতিগঠনমূলক দপ্তর হিসাবে দেশের দুস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর, সুযোগসুবিধাবঞ্চিত, সমস্যাগ্রস্ত পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদান করছে। লক্ষ্যভুক্ত এ সকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে সমাজসেবা অধিদফতর দারিদ্র্যবিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত তিন বছরে ১১৬.৭৪২ হাজার বয়স্ক ভাতাভোগী, ৪৬.৪৩২ হাজার বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী এবং ৪২.৬৬৫ হাজার অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী, ১.৩০৯ হাজার জন প্রতিবন্ধী শিক্ষার্থীর উপবৃত্তি সর্বমোট ২.০৭১৪৮ লক্ষ ভাতাভোগীর টাকা ভাতাভোগীকে G2P (Government to Person) পদ্ধতিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ এবং ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়েছে। ৫৭.৫৯৯ হাজার প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধিতা সনাক্তকরণ, মাত্রা নিরূপন ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে। জেলা পর্যায়ে জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

২০২৩-২০২৪ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ

  • ১১৭৯০৯ জন ব্যক্তিকে বয়স্ক ভাতা, ৪৭৮২৪ জনকে বিধবা ভাতা, ৪৬৯৩১ জনকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ও ১৩২১ জনকে প্রতিবন্ধী উপবৃত্তি প্রদান করা হবে। 
  • বিনিয়োগ ও পুনঃবিনিয়োগের মাধ্যমে ৫ কোটি টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান যাতে নিম্ন আয়ের জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তির আত্মকর্মসংস্থান, নিজস্ব পুঁজি সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং ক্ষমতায়ন হবে। 
  • সমাজের বিশেষ শ্রেণি বিশেষতঃ হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে লক্ষ্যভুক্ত ব্যক্তিদেরকে প্রশিক্ষণ, ১৮২০ জন ব্যক্তিকে বিশেষ ভাতা ও ৮২৯ শিশুকে শিক্ষা বৃত্তি চালুর মাধ্যমে জীবনমান উন্নয়ন করা হবে। 
  • সরকারি শিশু পরিবারের মাধ্যমে ১৬৫ সুবিধাবঞ্চিত শিশুর আবাসন, শিক্ষা, প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। 
  • প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের কেন্দ্রীয় তথ্য ভান্ডারে সংরক্ষিত ৫৮.৩৬৯ জন প্রতিবন্ধী ব্যক্তির তথ্য বিশ্লেষণ করে তাদের উন্নয়নের মূল স্রোতধারায় আনার ব্যবস্থা গ্রহণ করা হবে।
  •  বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১০ টি পেশার জনগোষ্ঠী যথা-কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশ-বেত ও কাসা-পিতল প্রভৃতি প্রস্তুতকারকের জরিপ সম্পন্ন করে দক্ষতা উন্নয়ন পূর্বক উদ্যোক্তা সৃষ্টি করে চাকুরীর উপযুক্ত হিসেবে রূপান্তর করা হবে। 
  • SDGsএর লক্ষ্যমাত্রা ৫.৪.১ এর আলোকে অবৈতনিক গৃহস্থালী কাজের মর্যাদা উন্নীতকরণে সচেতনতা বৃদ্ধি করা হবে।