Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট

ঐতিহ্যগতভাবে বাংলাদেশের জনগণ অবহেলিত দুঃস্থ এতিম শিশুদের প্রতিপালনের দায়িত্ব গ্রহণে বদ্ধপরিকর। বাংলাদেশের সকল ধর্মীয় জনগনেরই এতিম শিশুদের লালনপালনের জন্য বেসরকারিভাবে এতিমখানা পরিচালনা করে আসছে। বেসরকারি এসকল এতিমখানা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমাজসেবা অধিদফতর হতে সহযোগিতা প্রদান করা হয়। বেসরকারিভাবে এতিমখানাসমূহ প্রথমতঃ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী নিবন্ধন প্রদান এবং পরবর্তীতে নিবন্ধন প্রাপ্ত বেসরকারি এতিমখানাসমূহের শিশুদের প্রতিপালন, চিকিৎসা এবং শিক্ষা প্রদানের জন্য আর্থিক সহায়তা করা হয় যা ক্যাপিটেশন গ্রান্ট নামে পরিচিত। বর্তমানে চাঁদপুর জেলায় ৬৪ টি বেসরকারী এতিমখানার ১৫০৭ জন এতিম শিশুকে ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হচ্ছে। দরিদ্র এতিম শিশুদের মানবসম্পদে পরিণত করাই ক্যাপিটেশন গ্রান্টের প্রধান উদ্দেশ্য।

 

কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ

 

সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতরের কার্যক্রম শাখা বেসরকারি এতিমখানা নিবন্ধন এবং প্রতিষ্ঠান শাখা ক্যাপিটেশন গ্রান্ট পরিচালনা করে। পরিচালক (প্রতিষ্ঠান) এর নেতৃত্বে অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, সমাজসেবা অফিসার সদর দপ্তর পর্যায়ে ক্যাপিটেশন গ্রান্ট কার্যক্রম পরিচালনার সাথে সংশ্লিষ্ট। জেলা পর্যায়ের উপপরিচালক, সহকারী পরিচালক, রেজিস্ট্রেশন অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার এবং শহর সমাজসেবা অফিসার মাঠ পর্যায়ের বেসরকারি এতিমখানার ক্যাপিটেশন গ্রান্ট কার্যক্রম তদারকি এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন।

 

সেবা

১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালনের জন্য বেসরকারি এতিমখানায় আর্থিক অনুদান প্রদান;

স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন নিশ্চিতকরণ;

আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান নিশ্চিতকরণ;

শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন নিশ্চিতকরণ;

শিশুর পরিপূর্ণ বিকাশে সহায়তা প্রদান;

পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

 

সেবা গ্রহীতা

বেসরকারি এতিমখানার ৫-৯ বছর বয়সী এতিম অর্থ্যাৎ পিতৃহীন বা পিতৃমাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু।

 

সেবাদান কেন্দ্র

 

উপজেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা কার্যালয় এবং ৬৬ টি বেসরকারি এতিমখানা।

 

আইনগত ভিত্তি

শিশু আইন ২০১৩

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধি ১৯৬২

এতিম ও বিধবা সদন আইন ১৯৪৪

বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ ও বন্টন নীতিমালা ২০০৯

 

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বেসরকারি এতিমখানাটিকে সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত হতে হবে এবং এতিমখানাটিতে ন্যূনতম ১০ জন ৬-১৮ বছরের এতিম নিবাসী থাকতে হবে। ১০০% নিবাসী প্রাথমিক / মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত সাপেক্ষে শতকরা ৫০ ভাগ শিশু এ সেবার আওতায় আসবে।

 

নির্ধারিত ফরমে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয় বরাবর ৩১ জুলাই এর মধ্যে সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়ে আবেদন দাখিল করতে হয় । ১০ আগষ্টের এর মধ্যে উপজেলা অফিস হতে জেলায় এবং ২৫ আগস্ট এর মধ্যে জেলা কার্যালয়  হতে অধিদফতরে বেসরকারি এতিমখানার তথ্য প্রেরণ নিশ্চিত করতে হয়। অতঃপর অধিদফতর হতে ১৫ সেপ্টেম্বর এর মধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ নিশ্চিত করতে হয় । সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভার মাধ্যমে সংশ্লিষ্ট আবেদনপত্র যাচাই-বাছাই পূর্বক মনোনিত বেসরকারি এতিমখানার বিপরীতে বরাদ্দপত্র অধিদফতর বরাবর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রেরণ করা হয়। অধিদফতর কর্তৃক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বরাদ্দপত্র প্রেরণ করা হয়। প্রাপ্ত বরাদ্দের বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অফিসারের নিকট বিল দাখিল করলে যাচাই বাছাইপূর্বক উক্ত বিল পাশ করে তা উপজেলা হিসাব রক্ষণ অফিসার কর্তৃত বিল পাশ করে উপজেলা সমাজসেবা অফিসারের দাপ্তরিক হিসেবে জমা হয়। পরবর্তীতে উপজেলা সমাজসেবা অফিসার সংশ্লিষ্ট এতিমখানার সভাপতি/ সম্পাদকের অনুকূলে ক্রস চেকের মাধ্যমে ক্যাপিটেশন গ্রান্ট হস্তান্তর করেন।

 

কার্যাবলি

এতিমখানা তৈরী ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী নিবন্ধন;

নির্ধারতি ফরমে উপজেলা সমাজসেবা/শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অবেদন;

সিভিল সার্জন বা তার প্রতিনিধির মাধ্যমে আবেদকারী এতিম শিশুর বয়স ও স্বাস্থ্যগত অবস্থা যাচাই;

ভর্তি কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন;

বিনামূল্যে এতিম শিশু ভর্তি;

কর্তৃপক্ষ কর্তৃক ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্তির জন্য আবেদন;

সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার কর্তৃক এতিমখানা জরিপ, প্রতিবেদন পরিদর্শন ও সুপারিশসহ জেলা সমাজসেবা কার্যালয়ে প্রেরণ;

উপপরিচালক, জেলা সমাজসেবার সুপারিশসহ অধিদফতরে প্রেরণ;

অধিদফতর হতে মন্ত্রণালয়ের ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ কমিটিতে সুপারিশ প্রেরণ;

ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ কমিটির কর্তৃক বরাদ্দ প্রদান/ আবেদন খারিজ/ পূর্বতন বরাদ্দ পরিবর্তন/ পরিবর্ধন;

এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসন।

 

নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র

বেসরকারি এতিমখানার পরিচালনায় কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে অবহিত করা;

যাকাত, ফিতরা, দানসহ ইত্যাদি আর্থিক সহায়তা করা;

শিশুদের শিক্ষার গুণগতমান উন্নয়নে যে কোন সহযোগিতা;

শিশুর পুনর্বাসনে আর্থিক ভাবে, চাকুরী প্রদান মাধ্যমে বা তথ্য সরবরাহের মাধ্যমে সহযোগিতা করা;

শিশুদের প্রতি সহমর্মি আচরণ করা;

শিশুর পরিপূর্ণ বিকাশে যে কোন ধরণের সহযোগিতা।

 

সেবা প্রদানের সময়সীমা

বেসরকারি এতিমখানা কর্তৃক ক্যাপিটেশন গ্রান্টের আবেদন প্রাপ্তির পর ৭ মাস।

 

যার সাথে যোগাযোগ করতে হবে

উপজেলা সমাজসেবা অফিসার, সকল উপজেলা

শহর সমাজসেবা কার্যালয়  (জেলা পর্যায়ের পৌরসভার ক্ষেত্রে)



২০২৩-২০২৪ অর্থ বছরের ১ম কিস্তির (জুলাই ২০২৩ হতে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত) নিবন্ধীত ও ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারী এতিমখানার তথ্যাবলীঃ

ক্রঃ নং

উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়

বেসরকারী এতিমখানা/প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা

নিবন্ধন নম্বর ও তারিখ

ছেলে নিবাসীর সংখ্যা

মেয়ে নিবাসীর সংখ্যা

মোট নিবাসীর সংখ্যা

গ্রান্ট প্রাপ্ত এতিম শিশুর সংখ্যা
@ ২০০০/- (মাসিক)

চাঁদপুর সদর

খাজা আহাম্মদিয়া এতিম খানা, ইসলামপুর গাছতলা,সদর,চাঁদপুর

চাঁদ- ১৭৭/৯০, তাং ৩১/১২/১৯৯০

২৫

২৫

২০

চাঁদপুর সদর

আল জামেয়াতুল ইসলামিয়া সামছুল উলুম এতিমখানা, লোধেরগাঁও, মহামায়া সদর,চাঁদপুর

চাঁদ ২৩৬/৮৯ তাং ০৮/৩/ ১৯৮৯

৫২

৫২

২২

চাঁদপুর সদর

রামপুর ছিদ্দিকীয়া এতিমখানা,গ্রাম রামপুর,পোঃ কামরাঈাঁ,সদর,চাঁদপুর।

চাঁদ ২৫৮/৯৬, তাং ২২/০১/১৯৯৬

১৬

১৬

চাঁদপুর সদর

মোহাম্মদিয়া দারম্নল উলুম মাদ্রাসা ওএতিমখানা মহামায়া,মান্দারী,সদর, চাঁদপুর।

চাঁদ ৬৩১/০৮ তাং ১০/২/২২০০৮

২০

২০

১৫

চাঁদপুর সদর (শহর সমাজসেবা)

জামেয়া মাদানিয়া আশ্রাফুল উলুম এতিমখানা, বাসস্ট্যান্ড, চাঁদপুর।

চাঁদ/৫২৬/০৪- ১১/০৭/২০০৪

১৪০

১৪০

২২

চাঁদপুর সদর (শহর সমাজসেবা)

আল আমিন এতিমখানা কমপ্লেক্স, গুনরাজদী, চাঁদপুর সদর, চাঁদপুর।

চাঁদ/৩০০/৯৭

৪৮

৪৮

১৭

চাঁদপুর সদর (শহর সমাজসেবা)

খলিসাডুলি মাদ্রাসা ও এতিমখানা, খলিসাডুলি, চাঁদপুর সদর, চাঁদপুর।

চাঁদ/৩৩৮/২০০৫

৯৪

৯৪

কচুয়া

লতিফিয়া এনামিয়া কমপ্রেক্স, গ্রাম: ও পো: রহিমানগর, কচুয়া,চাঁদপুর।

চাঁদ-১৭৯/৯১ - ০৭/০৪/১৯৯১

৮৪

৮৪

৩৯

কচুয়া

নিশ্চিন্তপুর ইসলামিয়া এতিমখানা, গ্রাম:ও পো: নিশ্চিন্তপুর,কচুয়া,চাঁদপুর।

কুমি:৬৯২/৮১, চট্রগ্রাম বিভাগ, ২৫/০৫/১৯৮১

১০০

১০০

৩৮

১০

কচুয়া

হাজী ইদ্রিছ মুন্সী শিশু সদন, গ্রাম: নলুয়া ,পো:সাহেদাপুর কচুয়া,চাঁদপুর।

চাঁদ-০৭(৩৮)/৮২(৮৬)- ১৭/০৪/১৯৮২

৫০

২৪

৭৪

৩০

১১

কচুয়া

কচুয়া জামেয়া আহম্মদিয়া এতিমখানা, কচুয়া,সদর কচুয়া,চাঁদপুর।

কুমি:৬৬৮/১৯৮০- ২০/১১/১৯৮০

৬৩

৬৩

৩১

১২

কচুয়া

সুলতানা শিশু নিলয়, গ্রাম ও পো: গুলবাহার, কচুয়া, চাঁদপুর।

চাঁদ-২৭৭/৯৭- ০৩/০৪/১৯৯৭

৪০

৪০

২০

১৩

কচুয়া

পনশাহী আবুল বাশার এতিমখানা, গ্রাম:পনশাহী,পো: রহিমানগর,কচুয়া,চাঁদপুর।

চাঁদ-২৭১/৯৬-0.00104755

৫২

৫২

২৫

১৪

কচুয়া

আছিয়া খাতুন ফাউন্ডেশন, গ্রাম:পালগিরি, পো:রহিমানগর, কচুয়া,চাঁদপুর।

চাঁদ-২৮৪/৯৭ তাং ০২/০৬/১৯৯৭

১০০

১০০

১৫

১৫

কচুয়া

কোমরকাশা জামালিয়া কমপ্লেক্স ও এতিমখানা, গ্রাম: কোমরকাশা, পো: তেতৈয়া,কচুয়া,চাঁদপুর।

চাঁদ-৪৬১/২০০২ তাং ২৬/০৯/২০০২

৪৯

৪৯

২০

১৬

কচুয়া

দৌলতপুর কাদেরিয়া সুন্নিয়া আ:গফুর ভুঁইয়া ফাউন্ডেশন গ্রাম; দৌলতপুর,পো: সাহেদাপুর,কচুয়া,চাঁদপুর।

চাঁদ-৩৩৯/৯৮ তাং ২৯/১১/৯৮

১৮

১৮

১১

১৭

কচুয়া

মাঝিগাছা জামালিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, গ্রাম:ওপো: মাঝিগাছা,কচুয়া,

চাঁদ-৪১৭/০১, তাং ৩১/০৭/২০০১

৫৮

৫৮

২৫

১৮

কচুয়া

আল মদিনা কমপ্লেক্স গ্রাম:পো: আশ্রাফপুর,কচুয়া,চাঁদপুর।

চাঁদ-৬৬৮/২০১০ তাং ১৮/০৮/২০১০

৪০

৪০

২০

১৯

কচুয়া

আলহাজ্ব সুলতান আহম্মেদ ভুঁইয়া,কমপ্লেক্স,গ্রাম:মহদ্দিরবাগ,কচুয়া,চাঁদপুর

চাঁদ/৩৯৬/২০০০, তাং ৩০/১০/২০০০

২০

২০

১০

২০

কচুয়া

সুবিদপুর এতিমখানা, গ্রাম: সুবিদপুর,পো: মনোহরপুর,কচুয়া,চাঁদপুর।

চাঁদ/৭৪৯/২০১৬ তাং ২৬/০৪/২০১৬

৪২

৪২

২৪

২১

কচুয়া

গুতপুর এ ছাত্তার এতিমখানা, গ্রাম- গুতপুর, পোঃ বড়দৈল, কচুয়া, চাঁদুপুর

চাঁদ/৭৬৪/২০২১ তাং তাং ১/১১/২০১২

৬০

৬০

২২

শাহরাস্তি

শাহরাস্তি চিশতিয়া এতিমখানা, গ্রাম-নিজমেহার, শাহরাস্তি, চাঁদপুর

রেজিঃ নং-চাঁদ/৪১/৭৮৬/৮৩-৮৬, তাং ১১/১১/১৯৮৩

৫০

৫০

২২

২৩

শাহরাস্তি

নোয়াগাঁও ইসলামীয়া সুফিয়া এতিমখানা, গ্রাম-নোয়াগাঁও, শাহরাস্তি, চাঁদপুর

রেজিঃ নং-চাঁদ-৪৪(৬৬৭)/৮০)/৮৬ তাং ১৩/১২/১৯৮৬

৬০

৬০

২২

২৪

শাহরাস্তি

সূচীপাড়া এতিমখানা, গ্রাম-সূচীপাড়া, শাহরাস্তি, চাঁদপুর

রেজিঃ নং-চাঁদ-৫১৬/২০১৪ তাং ০৪/০৩/২০১৪

৫০

৫০

১২

২৫

শাহরাস্তি

ভোলদিঘী এতিমখানা, গ্রাম-ভোলদিঘী, শাহরাস্তি, চাঁদপুর

রেজিঃ নং-চাঁদ/৬৫০/০৮, তাং ১০/১১/২০০৮

১৫

১৫

২৬

শাহরাস্তি

মনু মিয়া ও সুলতানা বালিকা এতিমখানা, গ্রাম-শ্রীপুর, শাহরাস্তি, চাঁদপুর

রেজিঃ নং-চাঁদ/৭৪৮/২০১৬ তাং ২৫/০৪/২০১৬

৩৩

২০

৫৩

১৭

২৭

হাজীগঞ্জ

আল মোজাদ্দেদীয়া এতিমখানা,গ্রাম: মোজাদ্দেদ নগর(ধেররা), পো: বলাখাল, হাজীগঞ্জ, চাঁদপুর।

চাঁদ/২১১/৯৩, ২৮/০২/১৯৯৩

৬০

৬০

২০

২৮

হাজীগঞ্জ

সুহিলপুর জমিলা খাতুন এতিমখানা কমপ্লেক্স,গ্রাম: সুহিলপুর, পো: খান সুহিলপুর, হাজীগঞ্জ, চাঁদপুর।

চাঁদ/২৫০/৯৫ তাং ১২/১২/৯৫

৩০

৩০

১০

২৯

হাজীগঞ্জ

দেশখাগুড়িয়া মোহাম্মদিয়া এতিমখানা,গ্রাম: দেশ খাগুড়িয়া, পো: কাশিমপুর, হাজীগঞ্জ, চাঁদপুর।

চাঁদ/৩১৩/৯৮ তাং ১৭/০২/৯৮

৬০

৬০

৫৫

৩০

হাজীগঞ্জ

আহমেদপুর নুরানী গাউছিয়া এতিমখানা, গ্রাম: ও পো: আহমেদপুর,হাজীগঞ্জ, চাঁদপুর।

চাঁদ/৩৭১/২০০০ তাং ২১/০৩/২০০০

৪৫

৪৫

১৫

৩১

হাজীগঞ্জ

রাহমাতুল্লিল আল আমিন এতিমখানা ও মাদ্রাসা কমপ্লেক্স, গ্রাম: মকিমাবাদ,হাজীগঞ্জ, চাঁদপুর।

চাঁদ/৪৮৮/০৩ তাং ১৬/১০/০৩

৪৫

৪৫

২০

৩২

হাজীগঞ্জ

উচ্চগাঁ ইসলামিয়া এতিমখানা,গ্রাম: উচ্চগাঁ, পো: বাকিলা, হাজীগঞ্জ, চাঁদপুর।

চাঁদ/৫২২/০৪ তাং ২৫/০৪/০৪

৫০

৫০

১৫

৩৩

হাজীগঞ্জ

সাদ্রা রহমানিয়া এতিমখানা(লিল্লাহ বোডিং, গ্রাম+পো: সাদরা, হাজীগঞ্জ, চাঁদপুর।

চাঁদ/২২২/৯৪ তাং ০২/০৪/৯৪

৩৫

৩৫

১৫

৩৪

হাজীগঞ্জ

দেশগাঁও এতিমখানা কমপ্লেক্স,গ্রাম: দেশগাঁও, পো: কাশিমপুর, হাজীগঞ্জ, চাঁদপুর।

চাঁদ/৭৪৫/১৫ তাং ২১/১২/১৫

৩০

৩০

৩৫

হাজীগঞ্জ

মালিগাঁও আবদুল মান্নান পাটওয়ারী এতিমখানা, গ্রাম: মালিগাঁও, পো: কাশিমপুর,হাজীগঞ্জ, চাঁদপুর।

চাঁদ/৭৪৩/১৫ তাং ০২/১১/১৫

৩০

৩০

৩৬

মতলব দক্ষিণ

কাচিয়ারা এতিমখানা, গ্রাম- কাচিযার, পো: পিতাম্বর্দী বাজার, মতলব দক্ষিণ, চাঁদপুর।

কুম-৭৮৮/৮৩ তাং ০৪/১২/৮৩

৪৪

৪৪

২২

৩৭

মতলব দক্ষিণ

নন্দিখোলা কেরামিয়া এতিমখানা,,গ্রাম-নন্দিখোলা, পো: নায়েরগাঁও, মতলব দক্ষিণ, চাঁদপুর।

কুম-৫১৭/৭৭ তাং ১৪/০৩/৯৭

৪৫

৪৫

১৮

৩৮

মতলব দক্ষিণ

আধারা জমিউল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, গ্রাম- আধারা, ডাকঘর: নায়েরগাঁও, মতলব দক্ষিণ, চাঁদপুর।

চাঁ- ৪৩৮/০২ তাং ১৫/০১/০২

৭৩

৭৩

২৩

৩৯

মতলব দক্ষিণ

দারুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা,,গ্রাম- ধনারপাড়,পো: খাদেরগাঁও, মতলব দক্ষিণ, চাঁদপুর।

চাঁদ-২৩৭/১৯৯৫ তাং ০১/০৬/৯৫+

৩১

৩১

১৯

৪০

মতলব দক্ষিণ

মতলব দারুল উলুম কাউমিয়া মাদ্রাসা ও এতিমখানা, গ্রাম- কলাদী, পো: মতলব বাজার, মতলব দক্ষিণ, চাঁদপুর।

চাঁদ-৩০১/১৯৯৭ তাং ১১/১১/৯৭

৩০

৩০

২৪

৪১

মতলব দক্ষিণ

কাদেরিয়া তৈয়্যোবিয়া বাদশা মিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, গ্রাম- উত্তর দিঘলদী/বারঠালিয়া, পো: বরদিয়া, মতলব (দঃ, চাঁদপুর।

চাঁদ-৪৫৫/২০০২ তাং ০৭/০৮/০২

৩৬

৩৬

২২

৪২

মতলব দক্ষিণ

মহরজান নুরানী কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, গ্রাম- মোবারকদি, পোঃ বরদিয়া, মতলব দক্ষিণ, চাঁদপুর।

চাঁদ-৪১১/২০০১ তাং ২১/০৬/০১

৬০

৬০

২৫

৪৩

মতলব দক্ষিণ

উত্তর বাড়ৈগাঁও আর্শ্বাদিয়া এতিমখানা গ্রাম- বাড়ৈগাঁও, পোঃ নারায়নপুর, মতলব দক্ষিণ, চাঁদপুর।

চাঁদ-৭৩৪/২০১৪ তাং ১৯/০৫/১৪

৩০

৩০

২০

৪৪

মতলব উত্তর

আল আমিন শিশু সদন (এতিমখানা) কমপ্লেক্স,গ্রাম ও ডাকঘর- ফরাজিকান্দি,মতলব উত্তর,চাঁদপুর ।

চাঁদ/ ১০৮/(৬)/২৮৭/৬৩/৭২/৭৬/৮৭, তাং ০১/০৩/১৯৮৬

৩২০

৩২০

১২৫

৪৫

মতলব উত্তর

সাড়ে পাঁচানী এতিমখানা,গ্রাম-সাড়ে পাঁচানী,ডাকঘর-পাচানী,মতলব উত্তর,চাঁদপুর ।

চাঁদ/১৪৭/৮৯ --১৬/১১/১৯৮৯

৭০

৭০

৪৮

৪৬

মতলব উত্তর

হাশিমপুর ছাইয়েদুল মুরছালিন এতিমখানা, গ্রাম-হাশিমপুর,ডাকঘর- এখলাছপুর,মতলব উত্তর,চাঁদপুর

চাঁদ/২৪১/৯৫ -০৯/১১/১৯৯৫

৮০

৮০

৪০

৪৭

মতলব উত্তর

দশানী আল আমিন আক্রামিয়া এতিমখানা, গ্রাম- দশানী, ডাকঘর- দশানী বাজার,মতলব উত্তর,চাঁদপুর

চাঁদ/৩৭০/২০০০-১৩/০৩/২০০০

১১০

১১০

৫০

৪৮

হাইমচর

চরভৈরবী ওহাবিয়া এতিমখানা, গ্রামও পোঃ চরভৈরবী, হাইমচর, চাঁদপুর

কুম-৪৪১/৯৯, ০১/০১/১৯৭, তাং ০১/০১/১৯৭৪

৬৯

৬৯

৩০

৪৯

হাইমচর

নেছরাবাদ ছালেহীয়া এতিমখানা, গ্রাম ও পোঃ গন্ডামারা, হাইমচর, চাঁদপুর

কুম-৯২(১৯৩২/৬৬) - ২৮/১০/১৯৬৬

৬৫

৬৫

৪০

৫০

হাইমচর

ছিদ্দিক-ই আকবর(রা) এতিমখানা গ্রামঃ পঃচরকৃষ্ণপুর , পোঃ আলগী বাজার হাইমচর, চাঁদপুর

চাঁদ- ৪৪০/২০০২- ৩১/১/২০০২

২২

২২

১১

৫১

হাইমচর

শাহাজালাল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,,প্রামঃ উঃ আলগী পোঃ আলগী বাজার,হাইমচর, চাঁদপুর

চাঁদ-৫২৪/২০০৪ তাং ০৭/০৬/২০০৪

৫৫

৫৫

২৫

৫২

হাইমচর

হাইমচর দারুস সুন্নত ছালেহীয়া এতিমখানা ,গ্রামঃ পঃচরকৃষ্ণপুর, পোঃ আলগী বাজার ,হাইমচর, চাঁদপুর

চাঁদ- ৫৯৪/২০০৭ তাং ২০/০৩/২০০৭

৭০

৭০

৩২

৫৩

হাইমচর

চরপোড়ামুখী দারুচ্ছুনাত ছালেহীয়া দীনিয়া এতিমখানা, গ্রাম-চরপোড়ামুখী, পোঃ গন্ডামারা, হাইমচর, চাঁদপুর।

চাঁদ/৭৫৭/২০১৯ তাং ১৭/৬/২০১৯

৫৭

৫৭

৩৫

৫৪

ফরিদগঞ্জ

ঘনিয়া ছাইদিয়া এতিমখানা, গ্রাম ও পো:- ঘনিয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর

চাঁদ/১৭৫/৯০

৯৯

৯৯

৪৫

৫৫

ফরিদগঞ্জ

আলোনিয়া দারুল হেজবুল্লাহ এতিমখানা, পো: নুরনগর, ফরিদগঞ্জ, চাঁদপুর

চাঁদ/৬২৯/২০১০ তাং ২৮/১০/১৯৯০

২৬

২৬

৩২

৫৬

ফরিদগঞ্জ

হজরত আবুবকর ছিদ্দিক আল কুরাইশি ও পীর মোসলেম উদ্দিন এতিমখানা। পো:- ফরিদগঞ্জ, চাঁদপুর।

চাঁদ/৩১৯/১৯৯৮ তাং ১০/০৩/১৯৯৮

৪০

৪০

২০

৫৭

ফরিদগঞ্জ

আল গাজ্জালী এতিমখানা, পো: টোরামুন্সিরহাট, ফরিদগঞ্জ, চাঁদপুর

চাঁদ /২৮৭/১৯৯৭, তাং ৩১/১২/১৯৯৭

৩৬

৩৬

১২

৫৮

ফরিদগঞ্জ

আশরাফুল উলুম এতিমখানা, পো: চান্দ্রা বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর

চাঁদ /৩৮৯/২০০০, তাং ১৩/০৮/২০০০

২৫

২৫

১৩

৫৯

ফরিদগঞ্জ

বিবি হাজেরা এতিমখানা, পো: কাউনিয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর

চাঁদ /৪৭৮/২০০৩ তাং ২৪/০৮/২০০৩

২৭

২৭

১৩

৬০

ফরিদগঞ্জ

ডা: দিলারা ইসলামিয়া শিশু সদন, পো: কালিরবাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর

চাঁদ/৫৯১/২০০৬, ০৬/০৯/২০০৬

২৪

২৪

১২

৬১

ফরিদগঞ্জ

পু: বড়ালী ইসলামীয়া শিশু সদন ও এতিখানা, পো: বড়ালী, ফরিদগঞ্জ, চাঁদপুর।

চাঁদ/৫৩২/২০০৪, তাং ০৮/০৮/২০০৪

২৮

২৮

১০





৩৩৩৬

৪৪

৩৩৮০

১৪৩৪


 চাঁদপুর জেলায় ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানার বিবরণীঃ


অর্থ বছর

ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানার সংখ্যা

মাসিক জনপ্রতি প্রদেয় টাকার হার

বার্ষিক প্রদেয় মোট টাকার পরিমাণ (টাকা)

ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিম সংখ্যা (জন)

মন্তব্য

২০১১-২০১২

৬১

১০০০

১০৯৬৮০০০

৯১৪

উপজেলা / শহর সমাজসেবা কার্যালয়, (সকল)  চাঁদপুর কর্তৃক প্রদেয়

২০১২-২০১৩

৬১

১০০০

১১৩৪০০০০

৯৪৫

২০১৩-২০১৪

৬১

১০০০

১২০৩৬০০০

১০০৩

২০১৪-২০১৫

৬১

১০০০

১২৬৯৬০০০

১০৫৮

২০১৫-২০১৬

৬৩

১০০০

১৪২৬৮০০০

১১৮৯

২০১৬-২০১৭

৬৪

১০০০

১৪৩১৬০০০

১১৯৩

২০১৭-২০১৮

৬৩

১০০০

১৪৩১৬০০০

১১৯৩

২০১৮-২০১৯

৬৩

১০০০

১৪৩১৬০০০

১১৯৩

২০১৯-২০২০

৬৪

১০০০

২৮৬৩২০০০

১১৯৩

২০২০-২০২১

৬৪

১০০০

২৮৬৩২০০০

১১৯৩

২০২১-২০২২

৬৪

২০০০

৩৮৫৯২০০০

১৬০৮

২০২২-২০২৩

৬৩

২০০০

৩৬১৬৮০০০

১৫০৭

২০২৩-২০২৪

৬১

২০০০/-

৩৪৪১৬০০০

১৪৩৪


মোট=


২৭,০৬,৯৬,০০০/-


 

       * মাথাপিছু মাসিক গ্র্যান্টের পরিমাণ ২০০০/- টাকা।