Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা রোগী কল্যাণ সমিতি

সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে সম্পৃক্ত করার লক্ষ্যে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমকে জোরদারকরণের জন্য প্রতিটি হাসপাতালে আইন অনুযায়ী নিবন্ধিত রোগীকল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যমান রয়েছে। এ সংগঠন ১৯৬১ সনের ৪৬ নং ‘স্বেচ্ছামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অর্ডিন্যান্স’ এর আওতায় নিবন্ধিকৃত। সংগঠনটি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট সমাজকর্মী, দানশীল ও বেসরকারি ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত। নিবন্ধিত সমিতিগুলো মূলত হাসপাতাল সমাজসেবা কার্যক্রমকে সার্বিক সহায়তা প্রদানসহ রোগীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে রোগীকল্যাণ সমিতির তহবিল সংগ্রহ ও সেবার মান উন্নয়নের জন্য পরামর্শ প্রদান করে থাকে। বর্তমান সরকারের নির্দেশানুযায়ী গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তার জন্য চিকিৎসা সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চাঁদপুর জেলার সদর উপজেলা বাদে হাইমচর/ কচুয়া/ হাজীগঞ্জ/ শাহরাস্তি/ ফরিদগঞ্জ/ মতলব উত্তর/ মতলব দক্ষিণ উপজেলায় উপজেলা হেলথ্ কমপ্লেক্সে রোগীকল্যাণ সমিতি গঠন ও নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে যা সরাসরি আর্তপীড়িতের সেবায় সম্পৃক্ত।


আদর্শ ও উদ্দেশ্য

১. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত দরিদ্র ও অসহায় রোগীদের ভর্তি ও চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান;

২. হাসপাতালে ভর্তিকৃত দুঃস্থ রোগীদের জীবন রক্ষাকারী্ ঔষধ (যে গুলো হাসপাতাল হতে সরবরাহ করা হয় না) রক্ত, বস্ত্র, চশমা, কৃত্রিম অঙ্গ, ও যাতায়াত খরচ প্রদান এবং বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করা;

৩. দুঃস্থ রোগীদের জন্য বিনা মূল্যে বা বিনিময়ের মাধ্যমে রক্ত দানের জন্য জনসাধারণকে উদ্ধুদ্ধ করা;

৪. সমিতির তহবিল গঠন ও ব্যয় নির্বাহের জন্য সদস্য ফি, চাঁদা, দান, অনুদান ও যাকাত এবং পণ্য সাহায্য যথাঃ কাপড়- চোপড়, ঔষধ, চিকিৎসা সহায়ক যন্ত্রপাতি, কৃত্রিম অঙ্গ, শয্যা ইত্যাদি সংগ্রহ করা;

৫. হাসপাতালে পরিত্যক্ত অসহায় শিশুদের ছোটমণি নিবাস, সরকারি শিশু পরিবারে ভর্তির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা;

৬. মহিলাসহ নিঃসম্বল রোগীদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ;

৭. হাসপাতালে ভর্তি হওয়া, রোগীদের চিত্ত বিনোদনের জন্য পাঠাগার পরিচালনা ও সম্ভাব্য অপরাপর ব্যবস্থা গ্রহণ;

৮. প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসা গ্রহণরত রোগীদের এক হাসপাতাল হতে অপর হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা;

৯. সাহায্যপ্রাপ্ত রোগীদের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা;

১০. চিকিৎসার পর প্রয়োজনবোধে ঠিকানা অনুযায়ী রোগীদের চিকিৎসা পরবরর্তী ফলোআপ করা ও প্রয়োজনী পদক্ষেপ নেওয়া;

১১. নিজ বাসস্থান ও কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে গরীব রোগীদের যে সকল আর্থ-সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয় তা সমাধানের উদ্যোগ গ্রহণ;

১২. রোগীদের (বিশেষ করে অস্ত্রোপচার ও ক্যান্সার জাতীয় জটিল রোগাক্রান্তদের) উুৎসাহ ও সান্ত্বনা প্রদানের মাধ্যমে মানসিক স্বস্তিদান এবং তাদের বাড়িতে গিয়ে বা আত্নীয়-স্বজনদের সাথে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তাদের আত্তিক সহায়তা করা;

১৩. সমিতির সদস্যগণ কর্তৃক সময় সময় হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে খোঁজ-খবর নেওয়া;

১৪. বহিঃবিভাগের রোগীদের জন্য দুধ বিতরণ ও বিনোদন স্থাপন;

১৫. দুঃস্থ রোগীদের কল্যাণে চিকিৎসা পরবর্তী আরোগ্যকালীন সময়ের জন্য আরোগ্য নিকেতন ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন;

(ভবিষ্যত পরিকল্পনা)

১৬. (দুরাগত) রোগীদের সাময়িক আশ্রয় দানের জন্য হোম বা রোগী নিবাস স্থাপন (ভবিষ্যত পরিকল্পনা)।

১৭. অসহায় ও ক্রনিক (পুরাতন জটিল) রোগীদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট রোগীর এলাকাবাসীদের সাথে যোগাযোগ স্থাপন।

১৮. অপরাপর কল্যাণমুলক সংস্থা ও সংগঠনের সাথে সহযোগিতা এবং তথা হতে সদস্য ও অন্যান্য সহায়তা গ্রহণ।

১৯. মৃত দুঃস্থ রোগীদের লাশ পরিবহনের জন্য আর্থিক সহায়তা প্রদান।


কী সেবা কিভাবে পাবেনঃ


সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ

হাইমচর/ কচুয়া/ হাজীগঞ্জ/ শাহরাস্তি/ ফরিদগঞ্জ/ মতলব উত্তর/ মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁদপুর এর বহিঃবিভাগ/ অন্তঃবিভাগে বিনামূল্যে বেডে ভর্তিকৃত রোগী বা রোগীর অভিভাবক (সংশ্লিষ্ট ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার/কনসালটেন্ট/আরএমও/ডাক্তার এর সুপারিশযুক্ত) সমাজসেবা অফিসার বরাবর নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হয়। হাইমচর/ কচুয়া/ হাজীগঞ্জ/ শাহরাস্তি/ ফরিদগঞ্জ/ মতলব উত্তর/ মতলব দক্ষিণ উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক যাচাই-বাছাইপূর্বক আবেদন মঞ্জুর হওয়া সাপেক্ষে আর্থিক/ঔষধ-পথ্য/খাদ্য-বস্ত্র/পুনর্বাসন/রোগের পরীক্ষা-নিরীক্ষা/আনুষঙ্গিক সেবা প্রদান করা হয়।

সেবা প্রাপ্তির সময়

১-৪ ঘণ্টা

প্রয়োজনীয় ফি

বিনামূল্যে

সেবা প্রাপ্তির স্থান

উপজেলা সমাজসেবা কার্যালয়

হাইমচর/ কচুয়া/ হাজীগঞ্জ/ শাহরাস্তি/ ফরিদগঞ্জ/ মতলব উত্তর/ মতলব দক্ষিণ, চাঁদপুর

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

উপজেলা সমাজসেবা অফিসার, হাইমচর/ কচুয়া/ হাজীগঞ্জ/ শাহরাস্তি/ ফরিদগঞ্জ/ মতলব উত্তর/ মতলব দক্ষিণ , চাঁদপুর

প্রয়োজনীয় কাগজপত্র

নির্ধারিত ফরমে ভর্তিকৃত ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার/কনসালটেন্ট এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কর্তৃক চাহিদার তালিকাসহ সুপারিশকৃত আবেদনপত্র

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল এর বহিঃবিভাগ/ অন্তঃবিভাগে বিনামূল্যের বেডে ভর্তিকৃত রোগী।

২. চিকিৎসা কেন্দ্রের সংশ্লিষ্ট ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার/ কনসালটেন্ট/ আরএমও/ ডাক্তারের সুপারিশকৃত রোগী।

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা

১. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, হাইমচর/ কচুয়া/ হাজীগঞ্জ/ শাহরাস্তি/ ফরিদগঞ্জ/ মতলব উত্তর/ মতলব দক্ষিণ, চাঁদপুর

২. উপ-পরিচালক , জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর


            এ পর্যন্ত চাঁদপুর জেলার সদর ব্যতীত অপর ০৭ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আগত গরীব, অসহায় ও দুস্থ রোগীদের রোগীকল্যাণ সমিতির মাধ্যমে ঔষধ, রক্ত, বস্ত্র, ক্রাচ, হুইল চেয়ার, কৃত্রিম অঙ্গ প্রদানের মাধ্যমে উপকৃত এবং আর্থিক, সামাজিক ও অন্যান্যভাবে উপকৃত রোগীর সংখ্যা মতলব দক্ষিণ ১৬০৭, কচুয়া; ৯১৯, শাহরাস্তিঃ ৩৯১, হাইমচরঃ ৫৩১, ফরিদগঞ্জ ৯০৭, মতলব উত্তরঃ ১১৭৯, হাজীগঞ্জঃ ৬৪৮ জন


চাঁদপুর জেলাধীন ০৭ টি উপজেলা রোগী কল্যাণ সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবী ও মোবাইল নম্বরঃ


ক্রঃ নং

কার্যালয়ের নাম

কর্মকর্তাদের নাম ও পদবী

মোবাইল নম্বর

ই-মেইল

রোগী কল্যাণ সমিতি, কচুয়া

জনাব মো: নাহিদ ইসলাম
উপজেলা সমাজসেবা অফিসার

01303159339
01533317680

nahidxzman@gmail.com

রোগী কল্যাণ সমিতি , শাহরাস্তি

জনাব আবু ইসহাক
উপজেলা সমাজসেবা অফিসার

01324156579
01708414768
01936571538

ishak3406@gmail.com

রোগী কল্যাণ সমিতি, হাজীগঞ্জ

জনাব শাহাদাত হোসেন 

উপজেলা সমাজসেবা অফিসার

01708414762
01790125457

Shahadatsso2018@gmail.com

রোগী কল্যাণ সমিতি, মতলব উত্তর

জনাব মো আনিসুর রহমান তপু
উপজেলা সমাজসেবা অফিসার

01708414767
01835673502
01926840261

topudcc4050@gmail.com

রোগী কল্যাণ সমিতি, মতলব দক্ষিণ

জনাব মোঃ রুহুল আমিন
উপজেলা সমাজসেবা অফিসার

01708414766
01728434985

rsiddique77@gmail.com

রোগী কল্যাণ সমিতি, হাইমচর

জনাব ফেরদাউস আক্তার
উপজেলা সমাজসেবা অফিসার

01708414763
01815699164

ferdousregdsschandpur@gmail.com

রোগী কল্যাণ সমিতি, ফরিদগঞ্জ

জনাব মুহাম্মদ মাহমুদুল হাসান
উপজেলা সমাজসেবা অফিসার

01708414762
01816593929

hasanimrosa.du@gmail.com


বর্তমান সরকারের শুরু থেকে অদ্যাবধি (২০০৮-০৯ হতে ২০২৩-২৪ অর্থ বছর) চাঁদপুর জেলায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে উপজেলা রোগীকল্যাণ সমিতি সমূহকে আর্থিক সহায়তা কর্মসূচির বিবরণীঃ

অর্থ বছর

প্রাপ্ত বরাদ্দ

প্রাপ্ত বরাদ্দ

বিতরণকৃত অর্থ

উপকারভোগী রোগীর সংখ্যা

মন্তব্য

২০১২-১৩

২০০-৭৫০০

৩৫০০০০

৩৫০০০০

৩৭২

উপজেলা / শহর সমাজসেবা কার্যালয়, (সকল)  চাঁদপুর কর্তৃক প্রদেয়

২০১৩-১৪

২০০-৭৫০০

৩৫০০০০

৩৫০০০০

৩৯৭

২০১৪-১৫

২০০-৭৫০০

৫০০০০০

৫০০০০০

২৮৩

২০১৫-১৬

৫০০-৭৫০০

৫২৫০০০

৫২৫০০০

৩৭৯

২০১৬-১৭

৫০০-৭৫০০

৫২৫০০০

৫২৫০০০

৩৮৩

২০১৭-১৮

৫০০-৭৫০০

৬৩০০০০

৬৩০০০০

৪৬৮

২০১৮-১৯

৫০০-৭৫০০

৬৩০০০০

৬৩০০০০

৬৯২

২০১৯-২০

৫০০-৭৫০০

৬৩০০০০

৬৩০০০০

৫৬৪

২০২০-২১

৫০০-৭৫০০

৭০০০০০

৭০০০০০

৬৭৭

২০২১-২২

৫০০-৮৫০০

৭০০০০০

৭০০০০০

৬৮৫

২০২২-২৩

৫০০-৮৫০০

৭০০০০০

৭০০০০০

৮৪১

২০২৩-২৪

৫০০-৮৫০০

-

-

-


মোট=

৬২,৪০,০০০/-

৬২,৪০,০০০/-

৫,৭৪১ জন