Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি

বেদে জনগোষ্ঠী বাংলাদেশের জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। সমাজসেবা অধিদফতরের জরিপমতে বাংলাদেশে প্রায় ১৩,২৯,১৩৫ জন অনগ্রসর জনগোষ্ঠী এবং ৭৫,৭০২  জন বেদে জনগোষ্ঠী রয়েছে।  যাযাবর জনগোষ্ঠীকে বেদে সম্প্রদায় হিসেবে পরিচিত। বেদে জনগোষ্ঠীর শতকরা ৯৯ ভাগ মুসলিম এবং শতকরা ৯০ ভাগ নিরক্ষর। ৮টি গোত্রে বিভক্ত বেদে জনগোষ্ঠীর মধ্যে মালবেদে, সাপুড়িয়া, বাজিকর, সান্দার, টোলা, মিরশিকারী, বরিয়াল সান্দা ও গাইন বেদে ইত্যাদি। এদের প্রধান পেশা হচ্ছে ক্ষুদ্র ব্যবসা, তাবিজ-কবজ বিক্রি, সর্প দংশনের চিকিৎসা, সাপ ধরা, সাপের খেলা দেখানো, সাপ বিক্রি, আধ্যাত্মিক স্বাস্থ্য সেবা, শিংগা লাগানো, ভেষজ ঔষধ বিক্রি, কবিরাজি, বানর খেলা, যাদু দেখানো প্রভৃতি।

 

২০১২-২০১৩ অর্থ বছরে পাইলট কর্মসূচির মাধ্যমে ৭টি জেলায় বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি শুরু হয়। তবে চাঁদপুর জেলায় শুরু হয়েছে ২০১৫-১৬ অর্থ বছরে । ২০১৯-২০ অর্থ বছর থেকে এটি আলাদা কর্মসূচি হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।

 

লক্ষ্য উদ্দেশ্য :

 

  • স্কুলগামী  বেদে ও অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে লক্ষ্যে ৪ স্তরে (জনপ্রতি মাসিক প্রাথমিক ৭০০, মাধ্যমিক ৮০০, উচ্চ মাধ্যমিক ১০০০ এবং উচ্চতর ১২০০ টাকা হারে) উপবৃত্তি প্রদান ;

 

সেবা প্রাপ্তির স্থান/অফিসের নাম:

 

চাঁদপুর জেলার সকল উপজেলা/ শহর সমাজসেবা অফিস

 

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী:

 

উপজেলা / শহর সমাজসেবা কর্মকর্তা ও সংশিষ্ট কার্যালয়ের জনবল

 

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে):

 

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর আগ্রহী  ব্যক্তিদের সমাজসেবা অফিসার বরাবর / অনলাইনে (https://mis.bhata.gov.bd/onlineApplication/) আবেদন করতে হয়। প্রাপ্ত আবেদন ইউনিয়ন কমিটি কর্তৃক সরেজমিনে যাচাই-বাছাই করে প্রস্তাব আকারে উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। অত:পর উপজেলা কমিটি যাচাই বাছাই করে বরাদ্দ অনুসারে উপকারভোগী নির্বাচন করে। নির্বাচিত ব্যক্তির / নির্বাচিত ব্যক্তির অভিভাবক এর মোবাইল নম্বরে মোবাইল ব্যাংকিং 'নগদ'/ ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর হিসাব খুলতে হয়। জিটুপি পদ্ধতিতে EFT এর মাধ্যমে ভাতা বা উপবৃত্তির টাকা উক্ত মোবাইল/ এজেন্ট ব্যাংক হিসাবে স্থানান্তর করে নির্বাচিত ব্যক্তিকে অবহিতকরণপূর্বক ভাতা বা উপবৃত্তি বিতরণ সম্পন্ন করা হয় ।

 

১৮ বছর বয়সের উর্ধ্ব কর্মক্ষম ব্যক্তিদেরকে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় । প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণোত্তর অফেরতযোগ্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়:

 

নতুন বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আবেদনের ০৩ মাসের মধ্যে;

 

পুরাতন বা নিয়মিতদের ক্ষেত্রে ০৭ কর্মদিবস

 

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ: বিনামূল্যে

 

আবেদন করার নিয়মঃ বিনা ঝামেলা, বিনা অর্থ ব্যয়ে এখন থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে বেদে উপবৃত্তির জন্য আবেদন’ করা যায়। 

আবেদনের লিংকঃ https://mis.bhata.gov.bd/onlineApplication

সংশ্লিষ্ট আইন/বিধিনীতিমালা: দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি নীতিমালা ২০১৩

 

 

উপবৃত্তি ঃ প্রাথমিক-৭০০/-, মাধ্যমিক-৮০০/-, উচ্চ মাধ্যমিক-১০০০/-, স্নাতক বা স্নাতকোত্তর-১২০০/-

 

 

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

 

১. চেয়ারম্যান উপজেলা পরিষদ (সংশ্লিষ্ট উপজেলা)

 

২. জেলা প্রশাসক (সংশ্লিষ্ট জেলা

 

৩. কর্মসূচি পরিচালক

 

 

এক নজরে চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিট ভিত্তিক বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তথ্যঃ

 

 

চাঁদপুর জেলায় বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তথ্যাদিঃ

২০২৩-২৪ অর্থ বছর

উপজেলার নাম

জরিপ অনুযায়ী বেদে জনগোষ্ঠীর পরিবার সংখ্যা

বেদে শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি সুবিধাভোগী

 @(প্রাথমিক স্তর ৭০০/-, মাধ্যমিক ৮০০/-, উচ্চমাধ্যমিক ১০০০/-, উচ্চতর স্তর ১২০০/-)

চাঁদপুর পৌরসভা (ইউসিডি)

১০৬০

৮২

(প্রাথমিক ৬৫, মাধ্যমিক ১৪, উচ্চ মাধ্যমিক ০৩, উচ্চতর ০০)

চাঁদপুর সদর

৪১  

০০

(প্রাথমিক ০০, মাধ্যমিক ০০, উচ্চ মাধ্যমিক ০০, উচ্চতর ০০)

হাইমচর

১৫

০০

(প্রাথমিক ০০, মাধ্যমিক ০০, উচ্চ মাধ্যমিক ০০, উচ্চতর ০০)

শাহরাস্তি

২০

০৪

(প্রাথমিক ০৩, মাধ্যমিক ০১, উচ্চ মাধ্যমিক ০০, উচ্চতর ০০)

হাজীগঞ্জ

১৯৫

২৯

(প্রাথমিক ১৪, মাধ্যমিক ০৯, উচ্চ মাধ্যমিক ০৫, উচ্চতর ০১)

মতলব উত্তর

৫০

০৪

(প্রাথমিক ০৪, মাধ্যমিক ০০, উচ্চ মাধ্যমিক ০০, উচ্চতর ০০)

মতলব দক্ষিণ

৬৫০

১১০

(প্রাথমিক ৬৮, মাধ্যমিক ৩৩, উচ্চ মাধ্যমিক ০৬, উচ্চতর ০৩)

কচুয়া

১২০

১৮

(প্রাথমিক ১৫, মাধ্যমিক ০২, উচ্চ মাধ্যমিক ০১, উচ্চতর ০০)

ফরিদগঞ্জ

২৬৪

২২

(প্রাথমিক ১২, মাধ্যমিক ০৭, উচ্চ মাধ্যমিক ০৩, উচ্চতর ০০)

চাঁদপুর জেলার সর্বমোট=

২৪১৫ পরিবার

২৬৯ জন

(প্রাথমিক ১৮১, মাধ্যমিক ৬৬, উচ্চ মাধ্যমিক ১৮, উচ্চতর ০৪)


 

বর্তমান সরকারের শুরু থেকে অদ্যাবধি (২০০৮-০৯ হতে ২০২৩-২৪ অর্থ বছরচাঁদপুর জেলায় বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি কর্মসুচির আর্থিক সহায়তার বিবরণীঃ


অর্থ বছর

মাসিক জনপ্রতি প্রদেয় টাকার হার

বার্ষিক প্রদেয় মোট টাকার পরিমাণ (টাকা)

উপকারভোগীর সংখ্যা (জন)

মন্তব্য

২০১৫-১৬

৩০০-১০০০

৯২৮২০০

২২৮

উপজেলা / শহর সমাজসেবা কার্যালয়, (সকল) চাঁদপুর কর্তৃক প্রদেয়

২০১৬-১৭

৩০০-১০০০

৯২৮২০০

২২৮

২০১৭-১৮

৩০০-১০০০

১১৬৮৫০০

২৮৭

২০১৮-১৯

৭০০-১২০০

২৫৬৪৮০০

২৮৭

২০১৯-২০

৭০০-১২০০

২৪৫৭৬০০

২৭৫

২০২০-২১

৭০০-১২০০

২২৬০১০০

২৫৩

২০২১-২২

৭০০-১২০০

২২৬০১০০

২৫৩

২০২২-২৩

৭০০-১২০০

২৪২৭৬০০

২৬৯

২০২৩-২৪

৭০০-১২০০

২৪২৭৬০০

২৬৯


মোট=

১,৭৪,২২,৭০০/-