২০১২-২০১৩ অর্থ বছরে পাইলট কর্মসূচির মাধ্যমে ৭টি জেলায় বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি শুরু হয়। তবে চাঁদপুর জেলায় শুরু হয়েছে ২০১৫-১৬ অর্থ বছরে। ২০১৯-২০ অর্থ বছর থেকে এটি আলাদা কর্মসূচি হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।
লক্ষ্য ও উদ্দেশ্য :
সেবা প্রাপ্তির স্থান/অফিসের নাম:
চাঁদপুর জেলার সকল উপজেলা/ শহর সমাজসেবা অফিস
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী:
উপজেলা / শহর সমাজসেবা কর্মকর্তা ও সংশিষ্ট কার্যালয়ের জনবল
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে):
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর নির্ধারিত ফরমে আগ্রহী ব্যক্তিদের সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে হয় । প্রাপ্ত আবেদন ইউনিয়ন কমিটি কর্তৃক সরেজমিনে যাচাই-বাছাই করে প্রস্তাব আকারে উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। অত:পর উপজেলা কমিটি যাচাই বাছাই করে বরাদ্দ অনুসারে উপকারভোগী নির্বাচন করে। নির্বাচিত ব্যক্তির নামে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' / ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং হিসাব খোলা এবং কেন্দ্রীয় হিসাব হতে ভাতা বা উপবৃত্তির টাকা জি টু পি পদ্ধতিতে EFT এর মাধ্যমে সুবিধাভোগীর হিসাবে স্থানান্তর করে নির্বাচিত ব্যক্তিকে অবহিতকরণপূর্বক ভাতা বিতরণ সম্পন্ন করা হয় ।
১৮ বছর বয়সের উর্ধ্ব কর্মক্ষম ব্যক্তিদেরকে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় । প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণোত্তর অফেরতযোগ্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়:
১. নতুন বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আবেদনের ০৩ মাসের মধ্যে;
২. পুরাতন বা নিয়মিতদের ক্ষেত্রে ০৭ কর্মদিবস
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ: বিনামূল্যে
সংশ্লিষ্ট আইন/বিধি/ নীতিমালা: দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি নীতিমালা ২০১৩
বিশেষ ভাতাঃ ৫০০/- মাসিক
প্রশিক্ষণ; বৃত্তিমূলক ট্রেড যেমনঃ সেলাই, কম্পিউটার, বিউটিফিকেশন
প্রশিক্ষণার্থীদের আর্থিক সহায়তা ১০,০০০/- (অফেরতযোগ্য)
আবেদন করার নিয়মঃ বিনা ঝামেলা, বিনা অর্থ ব্যয়ে এখন থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ‘অনলাইনে এ ভাতা/ উপবৃত্তির আবেদন’ করা যায়।
আবেদনের লিংকঃ https://mis.bhata.gov.bd/onlineApplication
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা
১. চেয়ারম্যান উপজেলা পরিষদ (সংশ্লিষ্ট উপজেলা)
২. জেলা প্রশাসক (সংশ্লিষ্ট জেলা) বা সিটিকরপেরেশন / পৌরসভার ক্ষেত্রে প্রধান নির্বাহী কর্মকর্তা / আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (সংশ্লিষ্ট প্রশাসন)
৩. কর্মসূচি পরিচালক
চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিট ভিত্তিক অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা কর্মসূচির বর্তমান তথ্যঃ
ক্রম |
উপজেলা/ কার্যালয়ের নাম |
ইউনিয়ন সংখ্যা |
পৌরসভার সংখ্যা
|
অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা গ্রহীতার সংখ্যা @৫০০/- |
১ |
কচুয়া |
১২ |
০১ |
৬৩ |
২ |
শাহরাস্তি |
১০ |
০১ |
৫৭ |
৩ |
হাজীগঞ্জ |
১২ |
০১ (১২ টি ওয়ার্ড) |
২০৪ |
৪ |
সদর |
১৪ |
- |
১৯৬ |
৫ |
মতলব (দঃ) |
০৬ |
০১ |
৭২ |
৬ |
মতলব (উঃ) |
১৪ |
০১ |
২১৯ |
৭ |
ফরিদগঞ্জ |
১৫ |
০১ |
১৪৫ |
৮ |
হাইমচর |
০৬ |
- |
২৫০ |
৯ |
শহর সমাজসেবা কার্যালয় |
- |
০১ (১৫ টি ওয়ার্ড) |
১০৩ |
|
র্সবমোট |
|
|
১৩০৯ |
চাঁদপুর জেলায় বিগত অর্থ বছরের অনগ্রসর জনগোষ্ঠীর বয়স্ক কর্মসুচির আর্থিক সহায়তার বিবরণীঃ
অর্থ বছর |
মাসিক জনপ্রতি প্রদেয় টাকার হার |
বার্ষিক প্রদেয় মোট টাকার পরিমাণ (টাকা) |
উপকারভোগীর সংখ্যা (জন) |
মন্তব্য |
২০১৮-১৯ |
৫০০ |
৪৪০৪০০০ |
৭৩৪ |
উপজেলা / শহর সমাজসেবা কার্যালয়, (সকল) চাঁদপুর কর্তৃক প্রদেয় |
২০১৯-২০ |
৫০০ |
৫১৭৮০০০ |
৮৬৩ |
|
২০২০-২১ |
৫০০ |
৫১৭৮০০০ |
৮৬৩ |
|
২০২১-২২ |
৫০০ |
৫১৭৮০০০ |
৮৬৩ |
|
২০২২-২৩ |
৫০০ |
৫১৯০০০০ |
৮৬৫ |
|
২০২৩-২৪ |
৫০০ |
৭৮,৫৪,০০০ |
১৩০৯ |
|
|
মোট= |
৩,২৯,৮২,০০০/- |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস