প্রতিবন্ধী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশুকিশোরদের শিক্ষা লাভের সহায়তা হিসেবে ২০০৭-০৮ অর্থ বছর থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচি প্রবর্তন করা হয়েছে। শুরুতে এ কর্মসূচির আওতায় মাসিক উপবৃত্তির হার প্রাথমিক স্তরে ৩০০ টাকা, মাধ্যমিক স্তরে ৪৫০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৬০০ টাকা এবং উচ্চতর স্তরে ১০০০ টাকা ছিল।
বর্তমানে প্রাথমিক স্তরে ৯০০ টাকা, মাধ্যমিক স্তরে ৯৫০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৯৫০ টাকা এবং উচ্চতর স্তরে ১৩০০ টাকা প্রদান করা হচ্ছে। বিগত বছরে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি বিতরণে প্রায় শতভাগ সাফল্য অর্জিত হয়েছে।
সেবার নাম:
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি
সেবা প্রদানকারী অফিসের নাম:
উপজেলা সমাজসেবা কার্যালয় (সকল) / শহর সমাজসেবা কার্যালয়, চাঁদপুর
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী:
১. উপজেলা / শহর সমাজসেবা অফিসার
২. ফিল্ড সুপারভাইজার
৩. ইউনিয়ন /পৌর সমাজকর্মী
৪. কারিগরি প্রশিক্ষক
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে):
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। জরিপভুক্ত শনাক্তকৃত ও সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত এবং সরকার কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রতিবন্ধী শিক্ষার্থী যাদের পারিবারিক বার্ষিক গড় আয় সর্বোচ্চ ৩৬,০০০/- তাঁরা অনলাইনে (https://mis.bhata.gov.bd/onlineApplication) প্রাপ্ত আবেদন ইউনিয়ন কমিটি কর্তৃক সরেজমিনে যাচাই-বাছাই করে প্রস্তাব আকারে উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। অত:পর উপজেলা কমিটি যাচাই বাছাই করে বরাদ্দ অনুসারে উপকারভোগী নির্বাচন করে। নির্বাচিত ব্যক্তির / নির্বাচিত ব্যক্তির অভিভাবক এর মোবাইল নম্বরে মোবাইল ব্যাংকিং নগদ লিঃ এর হিসাব খুলতে হয়। জিটুপি পদ্ধতিতে ভাতা বা উপবৃত্তির টাকা উক্ত মোবাইল হিসাবে স্থানান্তর করে নির্বাচিত ব্যক্তিকে অবহিতকরণপূর্বক ভাতা বা উপবৃত্তি বিতরণ সম্পন্ন করা হয় ।
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়:
নতুন বরাদ্দ প্রাপ্তির ০৩ মাসের মধ্যে ভাতাভোগী নির্বাচন করা হয় ।
নিয়মিত ভাতাভোগীর হিসাবে ০৭ দিনের মধ্যে ভাতা স্থানান্তর করা হয় ।
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ:
বিনামূল্যে
আবেদন করার নিয়মঃ বিনা ঝামেলা, বিনা অর্থ ব্যয়ে এখন থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে প্রতিবন্ধী উপবৃত্তির জন্য আবেদন’ করা যায়।
আবেদনের লিংকঃ https://mis.bhata.gov.bd/onlineApplication
সংশ্লিষ্ট আইন/বিধি/ নীতিমালা:
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি বাস্তবায়ন নীতিমালা ২০১৩
নির্দিষ্টসেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা
১. চেয়ারম্যান উপজেলা পরিষদ / উপজেলা নির্বাহী অফিসার (সংশ্লিষ্ট উপজেলা)
২. উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর
৩. জেলা প্রশাসক, চাঁদপুর
৪. পরিচালক (কার্যক্রম), সমাজসেবা অধিদফতর
চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিট ভিত্তিক অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তথ্যঃ
উপজেলা/ কার্যালয়ের নাম ও ইউনিয়ন/ পৌরসভার সংখ্যা |
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রাথ: @৯০০/-, মাধ্য: ৯৫০/-, উমা @৯৫০/-, উচ্চতর স্তর @১৩০০/- |
|
স্তর |
মোট |
|
কচুয়া ১৩ টি |
প্রা:- ৯৩, মা:- ৭০, উ: মা:- ২০, উচ্চ:স্তর – ০৫ মোটঃ ১৮৮ |
১৮৮ |
শাহরাস্তি ১১ টি |
প্রা:- ১২০, মা:- ১১৯, উ: মা:- ৩২, উচ্চ:স্তর – ২৮ মোটঃ ২৯৯ |
২৯৯ |
হাজীগঞ্জ ১৩ টি |
প্রা:- ৬৩, মা:- ৪৬, উ: মা:- ১২, উচ্চ:স্তর – ১৪, মোটঃ ১৩৫ |
১৩৫ |
সদর ১৪ টি |
প্রা:- ৮১, মা:- ২৯, উ: মা:- ০২, উচ্চ:স্তর – ০১, মোটঃ ১১৩ |
১১৩ |
মতলব (দঃ) ৭ টি |
প্রা:- ৪৪, মা:- ২১, উ: মা:- ০৭, উচ্চ:স্তর – ০১ সর্বমোটঃ ৭৩ |
৭৩ |
মতলব (উঃ) ১৫ টি |
প্রা:- ৫২, মা:- ৩৫, উ: মা:- ০৫, উচ্চ:স্তর – ০৩, মোটঃ ৯৫ |
৯৫ |
ফরিদগঞ্জ ১৬ টি |
প্রা:- ১৭২ মা:- ৭০, উ: মা:- ১০, উচ্চ:স্তর – ০১ মোটঃ ২৫৩ |
২৫৩ |
হাইমচর ৬ টি |
প্রা:- ৩৮, মা:- ২৬, উ: মা:- ০০, উচ্চ:স্তর – ০০ মোটঃ ৬৪ |
৬৪ |
শহর সমাজসবো ১ টি |
প্রা:- ৪১, মা:- ২৩, উ: মা:- ১৩, উচ্চ:স্তর – ১২ মোটঃ ৮৯ |
৮৯ |
র্সবমোট |
প্রাথ: ৭০৪ মাধ্য: ৪৩৯, উচ্চ মাধ্য: ১০১, উচ্চতর স্তর ৬৬, সর্বমোটঃ ১৩০৯ |
র্সবমোটঃ ১৩০৯ |
বর্তমান সরকারের শুরু থেকে অদ্যাবধি (২০০৮-০৯ হতে ২০২৩-২৪ অর্থ বছর) চাঁদপুর জেলায় প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসুচির বিবরণীঃ
অর্থ বছর |
মাসিক জনপ্রতি প্রদেয় টাকার হার |
বার্ষিক প্রদেয় মোট টাকার পরিমাণ (টাকা) |
উপকারভোগীর সংখ্যা (জন) |
মন্তব্য |
২০০৮-০৯ |
৩০০-১০০০/- |
১৫৬৬০০০ |
২৬১ |
উপজেলা / শহর সমাজসেবা কার্যালয়, (সকল) চাঁদপুর কর্তৃক প্রদেয় |
২০০৯-১০ |
৩০০-১০০০ |
১৮০৬০০০ |
৩০১ |
|
২০১০-১১ |
৩০০-১০০০ |
১৮৯০০০০ |
৩১৫ |
|
২০১১-১২ |
৩০০-১০০০ |
১৮৯০০০০ |
৩১৫ |
|
২০১২-১৩ |
৩০০-১০০০ |
১৮৯০০০০ |
৩১৫ |
|
২০১৩-১৪ |
৩০০-১০০০ |
২০৮২০০০ |
৩৪৭ |
|
২০১৪-১৫ |
৩০০-১০০০ |
৪৪৮২০০০ |
৭৪৭ |
|
২০১৫-১৬ |
৫০০-১২০০ |
৫২১৪০০০ |
৮৬৯ |
|
২০১৬-১৭ |
৫০০-১২০০ |
৭০৪১৬০০ |
১০৪১ |
|
২০১৭-১৮ |
৫০০-১২০০ |
৭০৪১৬০০ |
১০৪১ |
|
২০১৮-১৯ |
৫০০-১২০০ |
৯১৯২৬০০ |
১৩৫৯ |
|
২০১৯-২০ |
৭৫০-১৩০০ |
৯৭৫৪০০০ |
১৪৪২ |
|
২০২০-২১ |
৭৫০-১৩০০ |
৬৯৫৩৬০০ |
১০২৮ |
|
২০২১-২২ |
৭৫০-১৩০০ |
৭৩০৫৪০০ |
১২৩৪ |
|
২০২২-২৩ |
৭৫০-১৩০০ |
১২৭০৬৮০০ |
১৩২১ |
|
২০২৩-২৪ |
৭৫০-১৩০০/- |
১৪৭৭৩২০০ |
১৩০৯ |
|
|
মোট= |
৯৫৫,৮৮,৮০০/- |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস