Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২ জানুয়ারি “জাতীয় সমাজসেবা দিবস ২০২৩” উদ্‌যাপন
বিস্তারিত
"উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ০২ জানুয়ারি  জেলা প্রশাসন চাঁদপুর, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ ও সমাজসেবা অধিদফতর, চাঁদপুর এর যৌথ উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে সকাল ১০:০০ ঘটিকায় স্টেডিয়াম রোডস্থ ইলিশ চত্ত্বর থেকে ব্যান্ডপার্টি সহযোগে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে আলোচনা সভা ও ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক চাঁদপুর জনাব কামরুল হাসান মহোদয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে জাতীয় সমাজসেবা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন যে, আমরা উন্নয়নের মহাসড়কে রয়েছি। সমাজসেবা অধিদফতর বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সমাজসেবার ক্ষুদ্রঋণগ্রহীতাগণ স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তিনি সমাজসেবার দান অনুদানের দিকে না তাকিয়ে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা গ্রহণ, আত্মপ্রত্যয়ী হয়ে কর্মক্ষম হওয়া এবং ভিক্ষাবৃত্তিকে 'না' বলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর জনাব ইয়াসির আরাফাত, উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর জনাব সানজিদা শাহনাজ এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী মহোদয় প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। 
সভায় সভাপতিত্ব করেন সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর জনাব মিয়া ফিরোজ আহমদ খান (Feroz Khan) মহোদয়।
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের (Bnsb Chandpur) প্রশাসনিক কর্মকর্তা জনাব শামীম খান (Shamim Khan), সমাজসেবা অফিসার জনাব মোঃ মনিরুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, চাঁদপুর সদর জনাব সুমন চন্দ্র নন্দী, স্বেচ্ছাসেবী সংগঠন HEDO  এর নির্বাহী পরিচালক জনাব সালাহউদ্দিন আহমেদ, নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার সভাপতি জনাব পি এম বিল্লাল (P.m. Billal) এবং একজন প্রতিবন্ধী ভাতা সুবিধাভোগী বক্তব্য রাখেন। 
চাঁদপুর ইসলামী ফাউন্ডেশন এর উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, ফায়ার সার্ভিসের  সহকারী পরিচালক, সহকারী কমিশনার জনাব এ আর এম জাহিদ হোসেন, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থা'র সভাপতি জনাব কর্ণরাজ ত্রিপুরা, 'বার্ড' এর সভাপতি জনাব মোঃ তারেক, 'সোনালী সুদিন' এর সভাপতি জনাব মোঃ আবু হানিফ, সমাজসেবা অধিদফতর এর বিভিন্ন পর্যায়ের সেবাগ্রহীতাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সমাজসেবা অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা/ কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সমাজকর্মী জনাব মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক জনাব কামরুল হাসান মহোদয় শহর সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উদ্যোগে ৭৫ জনকে ২০ হাজার টাকা হারে সর্বমোট ১৫ লক্ষ টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণের চেক বিতরণ করেন।  
জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়,  মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে চক্ষু শিবির, বিনামূল্যে চোখের নানাবিধ পরীক্ষা, ঔষধ ও চশমা প্রদান এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর সদরের উদ্যোগে মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা দেয়া হয়।
উল্লেখ্য সমাজসেবা অধিদফতর চাঁদপুর জেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২ লক্ষ ৬ হাজার ১ শত ২৪ জনকে বছরে ১৪০ কোটি ৬২ লক্ষ ৭৮ হাজার ২ শত টাকা প্রদান করছে। 
বিভিন্ন ধরণের সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ১২ কোটি ৭৪ লক্ষ ৮০ হাজার টাকার ঘূর্ণায়মান তহবিল রয়েছে। এর থেকে ক্ষুদ্রঋণ সুবিধা পাচ্ছে আরও ২৩,৭৮৩ জন সেবা গ্রহীতা।
জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ উপলক্ষে আমাদের সকল সেবাগ্রহীতা, সহকর্মী, বন্ধু, সুহৃদ, শুভানুধ্যায়ী, সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন!
ডাউনলোড
প্রকাশের তারিখ
02/01/2023
আর্কাইভ তারিখ
31/08/2023