০৩ ডিসেম্বর ৩১ তম আন্তর্জাতিক এবং ২৪ তম জাতীয় ও প্রতিবন্ধী দিবস ২০২২ পালিত।
"অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ;
প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা" এ প্রতিপাদ্যকে সামনে রেখে
জেলা প্রশাসন চাঁদপুর, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আজ ০৩ ডিসেম্বর ৩১তম আন্তর্জাতিক এবং ২৪ তম জাতীয় ও প্রতিবন্ধী দিবস ২০২২ পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বেলা ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে প্রতিবন্ধী ব্যক্তি ও সুধীবৃন্দকে নিয়ে সমাবেশ, চক্ষুশিবির, ফিজিওথেরাপি সেবা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দৃষ্টি প্রতিবন্ধী জনাব মোঃ সিরাজুল ইসলাম কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জনাব কামরুল হাসান মহোদয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যে, সদিচ্ছা থাকলে প্রতিবন্ধকতা কোনো বাধা হতে পারে না। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত নানা ধরণের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
পুলিশ সুপার, চাঁদপুর জনাব মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইমতিয়াজ হোসেন, প্রেসক্লাবের সভাপতি জনাব গিয়াস উদ্দিন মিলন, সিভিল সার্জন, চাঁদপুর এর প্রতিনিধি ডাঃ মোঃ জাহিদুজ্জামান, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের ম্যানেজার, এডমিনিস্ট্রেশন জনাব
Shamim Khan মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক জনাব মিয়া ফিরোজ আহমদ খান মহোদয়ের সঞ্চালনায় প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, চাঁদপুর সদর জনাব সুমন চন্দ্র নন্দী, নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার সভাপতি জনাব পিএম বিল্লাল, দৃষ্টি প্রতিবন্ধী জনাব মোঃ খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার মহোদয়।
আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর সদর
Psosk Chandpur এর পক্ষ থেকে ৪ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার এবং জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর পক্ষ থেকে ১ জন ক্যান্সার রোগীকে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল
Bnsb Chandpur এর উদ্যোগে দিনব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা দেয়া হয়।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর সদরের উদ্যোগে একই স্থানে মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে দিনব্যাপী ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া হয়।
বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিশেষায়িত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সুধীবৃন্দ ও সুবর্ণ নাগরিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।