'সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা'-এ প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ০২ এপ্রিল মঙ্গলবার চাঁদপুর জেলায় ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর এর যৌথ আয়োজনে সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়।
সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, চাঁদপুর ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান মহোদয়।
প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে বলেন যে, অটিজম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কণ্যা জনাব সায়েমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানাই। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন। অটিস্টিক শিশুরা এই সমাজের অবহেলিত কেউ নয়। সমাজে অটিস্টিক শিশুদের বিষয়ে আমাদের সংবেদনশীল ও সচেতন হতে হবে। অটিস্টিক শিশুদের কাজের মূল্যায়ন ও স্বীকৃতি নিয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষা, প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে তাঁদেরকে সাথে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ মহোদয়ের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইয়াসির আরাফাত, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবু নঈম পাটোয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক জনাব মিয়া ফিরোজ আহমদ খান।
অটিজম শিশুদের বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) জনাব মোঃ মনিরুল ইসলাম।
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধি জনাব সালাউদ্দিন আহমেদ, অটিস্টিক শিশুর অভিভাবক জনাব রহিমা আক্তার প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর জনাব রজত শুভ্র সরকার, সিভিল সার্জন, চাঁদপুর মহোদয়ের প্রতিনিধি ডাঃ জাহিদুজ্জামান, জেলা তথ্য অফিসার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, চাঁদপুর সদর জনাব সুমন চন্দ্র নন্দীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় এবং সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, অটিস্টিক শিশুদের অভিভাবকবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ, সুধীবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন সভায় উপস্থিত ছিলেন।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুরসহ এর আওতাভূক্ত ১৭ টি কার্যালয়ে ০২ দিন ব্যাপী নীল বাতি প্রজ্জ্বলনের ব্যবস্থা করা হয়েছে।