জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ বাস্তবায়নে চাঁদপুর জেলায় (১৪ ডিসেম্বর - ২১ ডিসেম্বর ২০২১) জাগরণী সপ্তাহ পালন করা হয়েছে।
এ সপ্তাহ উপলক্ষে চাঁদপুর জেলার ০৮ টি উপজেলা ও ০১ টি শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৫৯২ জনকে সর্বমোট ১ কোটি ৪০ লক্ষ ৫০ হাজার ৭১৮ টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ১২৩ জনকে মূল বিনিয়োগ ২৭ লক্ষ ৮৭ হাজার ৪০ টাকা এবং ৪৬৯ জনকে পুনঃ বিনিয়োগ ১ কোটি ১২ লক্ষ ৬৩ হাজার ৬ শত ৭৮ টাকা।
সমাজসেবা অধিদফতরাধীন পল্লী সমাজসেবা কার্যক্রম (RSS), পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম (RMC) এবং দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় এ ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমকে গতিশীল ও কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে মুজিব শতবর্ষে ‘‘১৪-২১ ডিসেম্বর ২০২১ সুদমুক্ত ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহ’’ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সমাজসেবা অধিদফতরের নির্দেশনা মোতাবেক জাগরণী সপ্তাহ উপলক্ষে (১৪-২১ ডিসেম্বর ২০২১) বিজয় দিবস ব্যতীত শুক্র ও শনিবার যথারীতি সংশ্লিষ্ট অফিস খোলা রাখা হয়। চালু করা হয় ক্ষুদ্রঋণ পরিশোধকারী ও গ্রহীতাদের জন্য আলাদা সেবা বুথ। ফিল্ড সুপারভাইজার, ইউনিয়ন সমাজকর্মী ও কারিগরি প্রশিক্ষকগণ মাঠ পর্যায়ে ঋণগ্রহীতাগণের বাড়িতে গিয়েও মোটিভেশন করেন। এর সুফলও মিলে। এতে জেলায় সর্বমোট ৬১ লক্ষ ৪৪ হাজার ৬ শত ৫ টাকা অনাদায়ী ঋণ আদায় করা হয়েছে।
জাগরণী সপ্তাহ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলায় ০৯ জনকে ২ লক্ষ ২৭ হাজার ৫ শত টাকা মূল বিনিয়োগ ও ৮০ জনকে ২২ লক্ষ ১৪ হাজার ৮ শত ৫০ টাকা পুনঃ বিনিয়োগ করা হয়েছে। একইসাথে অনাদায়ী ১৩ লক্ষ ২০ হাজার ৩ শত ৬৪ টাকা আদায় করা হয়েছে।
কচুয়া উপজেলায় ০৬ জনকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল বিনিয়োগ ও ৬৯ জনকে ১৩ লক্ষ ৬৯ হাজার টাকা পুনঃ বিনিয়োগ করা হয়েছে। একইসাথে অনাদায়ী ৯ লক্ষ ৭৮ হাজার ৫ শত ৮৯ টাকা আদায় করা হয়েছে।
শাহরাস্তি উপজেলায় ০৯ জনকে ২ লক্ষ ৬০ হাজার টাকা মূল বিনিয়োগ ও ৬৪ জনকে ১৬ লক্ষ ৬ হাজার টাকা পুনঃ বিনিয়োগ করা হয়েছে। একইসাথে অনাদায়ী ৬ লক্ষ ৭৯ হাজার ৭ শত ৮৫ টাকা আদায় করা হয়েছে।
মতলব উত্তর উপজেলায় ০৬ জনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল বিনিয়োগ ও ৪৭ জনকে ১১ লক্ষ ৮৫ হাজার টাকা পুনঃ বিনিয়োগ করা হয়েছে। একইসাথে অনাদায়ী ৩ লক্ষ ৪৯ হাজার ৪ শত টাকা আদায় করা হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলায় ১১ জনকে ২ লক্ষ ৮২ হাজার ৫ শত টাকা মূল বিনিয়োগ ও ৪২ জনকে ৯ লক্ষ ১৬ হাজার টাকা পুনঃ বিনিয়োগ করা হয়েছে। একইসাথে অনাদায়ী ২ লক্ষ ৭৬ হাজার ৪ শত ৩৭ টাকা আদায় করা হয়েছে।
হাইমচর উপজেলায় ৮ জনকে ১ লক্ষ ৮৯ হাজার ৫ শত ৪০ টাকা মূল বিনিয়োগ ও ৩৪ জনকে ৮ লক্ষ ৭ হাজার ৫ শত টাকা পুনঃ বিনিয়োগ করা হয়েছে। একইসাথে ৩ লক্ষ ৭৫ হাজার ৪ শত ১৫ টাকা আদায় করা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলায় ০৮ জনকে ২ লক্ষ ২৭ হাজার ৫ শত টাকা মূল বিনিয়োগ ও ৯৮ জনকে ২৪ লক্ষ ৩০ হাজার টাকা পুনঃ বিনিয়োগ করা হয়েছে। একইসাথে ১১ লক্ষ ৪৪ হাজার ৪ শত ৫০ টাকা আদায় করা হয়েছে।
চাঁদপুর পৌরসভায় ৬৬ জনকে ১৩ লক্ষ ২৫ হাজার টাকা মূল বিনিয়োগ ও ৩৫ জনকে ৭ লক্ষ টাকা পুনঃ বিনিয়োগ করা হয়েছে। একইসাথে ২ লক্ষ ৭৬ হাজার ১ শত টাকা আদায় করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বুনিয়াদি প্রশিক্ষণে জাতীয় সমাজসেবা একাডেমি, ঢাকায় অবস্থান করায় হাজীগঞ্জ উপজেলায় কোন মূল বা পুনঃ বিনিয়োগ করা যায়নি। তবে অনাদায়ী ৭ লক্ষ ৪৪ হাজার ৮৫ টাকা আদায় করা হয়েছে।
উল্লেখ্য যে, ক্ষুদ্রঋণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়া এবং ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদমুক্ত ক্ষুদ্রঋণের প্রবর্তন করেছিলেন।