সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চেক বিতরণ অনুষ্ঠিত
বিস্তারিত
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ০৬ এপ্রিল ২০২৪ তারিখ বেলা ৪:০০ ঘটিকায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।
চাঁদপুর জেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত ১২৮ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা হারে সর্বমোট ৬৪ লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়।
চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম বিপিএম পিপিএম (বার), চাঁদপুর পৌরসভার মেয়র জনাব জিল্লুর রহমান জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর জনাব শাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আইউব আলী বেপারী, বিশিষ্ট সমাজসেবক এডভোকেট মোঃ সাইফুদ্দিন বাবু, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক জনাব রজত শুভ্র সরকারসহ সংশ্লিষ্ট অংশীজন।