জেলা প্রশাসন, চাঁদপুর ও জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর যৌথ আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ তহবিল হতে ৩৬ জন ব্যক্তিকে ২ লক্ষ ১৫ হাজার টাকার অনুদানের চেক মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক চাঁদপুর জনাব অঞ্জনা খান মজলিশ মহোদয় প্রধান অতিথি হিসেবে আজ ০৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ বেলা ১০ঃ৩০ ঘটিকায় তাঁর সম্মেলন কক্ষে ৩৬ জন সুবিধাভোগীর হাতে উক্ত অনুদানের চেক তুলে দেন। তিনি তাঁর বক্তব্যে বলেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের দুস্থ, অসহায় শ্রেণির মানুষের দোর গোড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন।
সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ আর এম জাহিদ হাসান, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) জনাব মোঃ মনিরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।
সুবিধাভোগীগণ হলেনঃ সর্বজনাব- ১। মোঃ মাহিউদ্দিন, পিতাঃ- আব্দুল আউয়াল মজুমদার , মাতাঃ- হাফেজা খাতুন, গ্রামঃ- উপলতা, পোঃ- শাহরাস্তি, উপজেলাঃ- শাহরাস্তি, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ২। ফাতেমা আক্তার, স্বামীঃ- ফারুক মুন্সি ,মাতাঃ রহিমা বেগম , গ্রামঃ- ধেররা, পোঃ- বলাখাল, উপজেলাঃ- হাজীগঞ্জ, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ৩। আসমা বেগম, পিতাঃ- আব্দুল মতিন খা, মাতাঃ খুশিদা বেগম , গ্রামঃ- খলিসাডুলী, পোঃ- বাবুরহাট, উপজেলাঃ- চাঁদপুর সদর, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ৪। রৌশনারা বেগম, স্বামীঃ মৃত বসু ছৈয়াল, গ্রামঃ- বিষ্ঞুদী রোড, শহীদ মফিজ সড়ক - চাঁদপুর সদর, চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ৫। মুকবুল আহাম্মেদ, পিতাঃ- মৃত আব্দুল কাদের মিয়া, গ্রামঃ- বকুলতলা রোড, উপজেলাঃ- চাঁদপুর পৌরসভা, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ৬। মোঃ ওসমান খান, পিতাঃ- মুছলিম খান, মাতা- মাকছুদা বেগম, গ্রামঃ- দঃ পঃ দিঘলদী, উপজেলাঃ- মতলব দক্ষিণ, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ৭। মোঃ দুলাল গাজী, পিতাঃ- আব্দুল গনি গাজী , গ্রামঃ- শাহতলী, পোঃ- শাহতলী, উপজেলাঃ- চাঁদপুর সদর, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ৮। কাঞ্চন রানী, স্বামীঃ- জীবন চন্দ্র দাস, গ্রামঃ- জিটি রোড দক্ষিণ, উপজেলাঃ- চাঁদপুর সদর, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ৯। রাশেদা আক্তার, পিতাঃ- মমতাজ উদ্দিন, স্বামীঃ- মোঃ ইব্রাহিম, গ্রামঃ- হাড়িয়া, পোঃ- হাড়িয়া, উপজেলাঃ- শাহরাস্তি, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ১০। প্রবীর কুমার দে, পিতাঃ- মৃত দুলাল চন্দ্র দে, মাতা- শিবানী রানী দে, গ্রামঃ- নিজমেহার, পোঃ- হাড়িয়া, উপজেলাঃ- শাহরাস্তি, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ১১। শিউলি বেগম, পিতাঃ-মোঃ মোস্তফা, মাতা- আবজান, গ্রামঃ- বড়ুয়া, পোঃ- সূচীপাড়া, উপজেলাঃ- শাহরাস্তি, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ১২। নাছিমা বেগম, পিতাঃ-আব্দুল কাদির, মাতা- রহিমা বেগম , স্বামী- মোঃ বিল্লাল হোসেন, গ্রামঃ- ঘুঘুরচপ, পোঃ- খিলাবাজার, উপজেলাঃ- শাহরাস্তি, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ১৩। মোঃ সফিকুর রহমান পাটোয়ারী, পিতাঃ-আঃ মান্নান পাটোয়ারী , মাতা- সামসুন নাহার , গ্রামঃ- চাঁদপুর, পোঃ- নয়াহাট, উপজেলাঃ- ফরিদগঞ্জ, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ১৪। মোঃ মমিন পাটোয়ারী, পিতাঃ-মকবুল আহমেদ পাটোয়ারী , মাতা- ফাতেমা বেগম, গ্রামঃ- সুবিদপুর, পোঃ- সুবিদপুর, উপজেলাঃ- ফরিদগঞ্জ, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ১০,০০০/-) ১৫। মোঃ রুহুল আমিন মিজি, পিতাঃ-আনার আলী মিজি, গ্রামঃ- পাইকাস্তা, পোঃ- আশিকাটি, উপজেলাঃ- চাঁদপুর সদর, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ১৬। মোঃ আকরাম হোসেন, পিতাঃ-মোঃ জাহাঙ্গীর আলম খান, মাতা- ফাতেমা বেগম, সাং- দেওয়ান বাড়ি ম্যারকটিজ রোড, উপজেলাঃ- চাঁদপুর সদর, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ১৭। মাজেদা বেগম, পিতাঃ-ছিডু গাজী, মাতা- তারা বানু, সাং- জামতলা, পোঃ- চাঁদপুর, উপজেলাঃ- চাঁদপুর পৌরসভা, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ১৮। লাকী আক্তার, পিতাঃ-মোঃ ফজল খান, সাং- দাসদী, উপজেলাঃ- চাঁদপুর পৌরসভা, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ১৯। আবু তাহের, পিতাঃ-মৃত হাজী করিম উদ্দিন, সাং- কালচোঁ, উপজেলাঃ- হাজীগঞ্জ, জেলাঃ- চাঁদপুর (ছেলের চিকিৎসার জন্য ৫,০০০/-) ২০। সুন্দর আলী বরকন্দাজ, পিতাঃ-জামাল উদ্দিন, সাং- দুর্গাদি, উপজেলাঃ- চাঁদপুর সদর, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ২১। মোঃ এরশাদ হোসেন, পিতাঃ-মৃত আমিন মিয়া, মাতা- আছমতের নেছা, সাং- রাজাপুর, উপজেলাঃ- শাহরাস্তি, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ২২। রাকিব হোসেন, পিতাঃ-মোস্তফা গাজী, সাং- শিলন্দিয়া, পোঃ বাবুরহাট, ওয়ার্ড- ১৪, উপজেলাঃ- চাঁদপুর পৌরসভা, জেলাঃ- চাঁদপুর(চিকিৎসার জন্য ৫,০০০/-) ২৩। মোঃ লোকমান বেপারী, পিতাঃ-মৃত খালেক বেপারী, সাং- চর রঘুনাথপুর, ওয়ার্ড- ১১, উপজেলাঃ- চাঁদপুর সদর, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ২৪। মোঃ ফারুক পাটোয়ারী, পিতাঃ- মোঃ আজমীর পাটোয়ারী, সাং- শিলন্দিয়া, ওয়ার্ড- ১৪, উপজেলাঃ- চাঁদপুর সদর, জেলাঃ- চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ২৫। মরিয়ম বেগম, স্বামীঃ আঃ গনি শেখ, সাং- মধ্য ইচলী, নতুন বাজার, চাঁদপুর সদর চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ২৬। মোঃ হেলাল উদ্দিন, পিতাঃ মৃত আরিফ উুল্লা, গ্রামঃ গাজীপুর (তপদার বাড়ী) পূর্ব গাজীপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ২৭। মোঃ আলাউদ্দিন খান, পিতাঃ মৃত মোঃ মহিউদ্দিন খান, সাং- বঙ্গবন্ধু সড়ক (খান বাড়ি), ওয়ার্ড নং- ১২, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ২৮। পলাশ চন্দ্র সাহা, পিতা- রাধে শ্যাম চন্দ্র সাহা, মাতা- মিনতি রানী সাহা, সাং- কবিরুপসা, পোঃ- রুপসা, ফরিদগঞ্জ, চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ২৯। মোঃ দেলোয়ার হোসেন পাটওয়ারী, পিতা—মৃত আমজাদ আলী পাটওয়ারী, সাং- আব্দুল করিম পাটওয়ারী বাড়ি, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর সদর, চাঁদপুর। (চিকিৎসার জন্য ৫,০০০/-) ৩০। মোঃ কামাল বিশ্বাস, পিতা—মৃত আব্দুল লতিফ বিশ্বাস, সাং- মধ্য শ্রীরামদী টিজি রোড, ওয়ার্ড নং ০২, চাঁদপুর সদর, চাঁদপুর (সড়ক দূর্ঘটনায় চিকিৎসার জন্য ৫,০০০/-) ৩১। মোঃ সজীব প্রধানীয়া, গ্রামঃ- উত্তর উপাদি, ডাকঘরঃ- বোয়ালিয়া বাড়ী, উপজেলাঃ- মতলব দক্ষিণ, জেলাঃ-চাঁদপুর (কৃত্রিম পা সংযোজনের জন্য আর্থিক সহায়তা ১০,০০০/-) ৩২। মোঃ মন্নান প্রধানীয়া, গ্রামঃ- উত্তর উপাদি, ডাকঘরঃ- বোয়ালিয়া বাড়ী, উপজেলাঃ- মতলব দক্ষিণ, জেলাঃ-চাঁদপুর (চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ১০,০০০/-) ৩৩। মোঃ আবু তাহের, পিতা—আঃ করিম, সাং- ঘনিয়া, পোঃ- ঘনিয়া, ফরিদগঞ্জ চাঁদপুর (চিকিৎসার জন্য ৫,০০০/-) ৩৪। মোঃ আমিনুল হক সিকদার, পিতা—মৃত হাফেজ সেকান্দর আলী, সাং- ধেররা, পোঃ বলাখাল, হাজীগঞ্জ, চাঁদপুর
(চিকিৎসার জন্য ৫,০০০/-) ৩৫। রায়হানা আক্তার, সরকারি শিশু পরিবার, বাবুরহাট, চাঁদপুর, পিতা: হাসেম ভূইয়া, মাতা: কহিনুর বেগম, গ্রাম- নয়ামুড়া, উপজেলা-আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া (বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১০,০০০/- (দশ হাজার) ৩৬। উম্মে হাবিবা, পিতা- মোস্তফা হোসেন, সাং- লক্ষীপুর, পোঃ- বহরিয়া বাজার, উপজেলা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর (মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ১০,০০০/-)