সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থবছরের ২য় কিস্তিতে ১৪০ জনকে জন প্রতি ৫০ হাজার টাকা হারে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চিকিৎসা সহায়তা বাবদ সর্বমোট ৭০ লক্ষ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ ২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন চাঁদপুর এবং জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক, চাঁদপুর জনাব কামরুল হাসান মহোদয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সকল রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার মহোদয়ের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইমতিয়াজ হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক জনাব সোহেল রুশদী মহোদয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র জনাব ফরিদা ইলিয়াস, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মিয়া ফিরোজ আহমদ খান, সমাজসেবা অফিসার (রেজিঃ) জনাব মোঃ মনিরুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয় চাঁদপুর পৌরসভা, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৫০ জন রোগীর হাতে ৫০ টি এবং সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তার হাতে ৯১ টি চেক মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণের জন্য হস্তান্তর করেন।
চেকগ্রহীতাগণের মধ্যে ৮৮ জন ক্যান্সার, ১১জন কিডনী, ০২ জন লিভার সিরোসিস, ১১ জন স্ট্রোকে প্যারালাইড, ১০ জন জন্মগত হৃদরোগ ও ১৯ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী।
উল্লেখ্য সমাজসেবা অধিদফতরের অন্যান্য সকল সেবার মত এ সেবাগুলোও বিনামূল্যে। সুতরাং কোন দালাল, প্রতারক বা অন্য কাউকে চেক প্রাপ্তির বিষয়ে কোনপ্রকার টাকা-পয়সা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস