সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় ১১৫ জনকে জন প্রতি ৫০ হাজার টাকা হারে চিকিৎসা সহায়তা বাবদ সর্বমোট ৫৭ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ ০৪ জুলাই ২০২২ মঙ্গলবার সকাল ০৯:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক, চাঁদপুর জনাব কামরুল হাসান মহোদয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন যে, মানুষের সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত। তিনি রোগীদের ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে না গিয়ে সরকারি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। তিনি করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার আহবান জানান। জেলা প্রশাসক মহোদয় সকল রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার মহোদয়ের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইমতিয়াজ হোসেন, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন মহোদয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাজী মোঃ মেসকাতুল ইসলাম, এ. আর. এম জাহিদ হাসান, সরকারি শিশু পরিবার, চাঁদপুর এর তত্ত্বাবধায়ক জনাব মোঃ মনিরুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয় ২০ জন রোগী এবং সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তার হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অনুদানের চেক হস্তান্তর করেন। নির্বাচিতগণের মধ্যে ৮২ জন ক্যান্সার, ১৩ জন কিডনী, ০৫ জন লিভার সিরোসিস, ১০ জন জন্মগত হৃদরোগ ও ০৫ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী। এঁদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৪ জন, কচুয়া উপজেলার ১৯ জন, শাহরাস্তি উপজেলার ২১ জন, হাজীগঞ্জ উপজেলার ২৫ জন, মতলব দক্ষিণ উপজেলার ১৬ জন, মতলব উত্তর উপজেলার ০৬ জন, হাইমচর উপজেলার ০২ জন এবং ফরিদগঞ্জ উপজেলার ১২ জন।
উল্লেখ্য সমাজসেবা অধিদফতরের অন্যান্য সকল সেবার মত এ সেবাটিও বিনামূল্যে। সুতরাং কোন দালাল, প্রতারক বা অন্য কাউকে চেক প্রাপ্তির বিষয়ে কোনপ্রকার টাকা-পয়সা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
চাঁদপুর জেলায় গত ২০২১-২২ অর্থবছরে চলতি ১১৫ জনসহ সর্বমোট ৫১০ জন রোগীকে ২ কোটি ৫৫ লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।