"সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি" প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁদপুর জেলায় উক্ত দিবস উদযাপনে র্যালি যাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জনাব কামরুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর জনাব মো: ইয়াসির আরাফাত সহ জেলার বিভিন্ন পর্যায়ের অংশীজন।
সভায় বক্তারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং তাদেরকে জনসম্পদে রুপান্তর করার জন্য সমাজের সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। পরিশেষে, জেলার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস