শিরোনাম
ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় ১৩২ জনকে চিকিৎসা সহায়তা বাবদ সর্বমোট ৬৪ লক্ষ টাকার চেক বিতরণ
বিস্তারিত
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় ১৩২ জনকে জন প্রতি ৫০ হাজার টাকা হারে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চিকিৎসা সহায়তা বাবদ সর্বমোট ৬৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ ২৬ জানুয়ারি ২০২৪ শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকায় চাঁদপুর জেলা স্টেডিয়াম হলরুমে জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে ১৩২ জনের হাতে সর্বমোট ৬৪ লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়।
জেলা প্রশাসক, চাঁদপুর জনাব কামরুল হাসান, মহোদয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদীপ্ত রায়, জেলা আওয়ামী সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী মহোদয় প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাজসেবা অফিসার (নিবন্ধন) জনাব মোঃ মনিরুল ইসলাম।
চেক প্রাপ্তগণের মধ্যে ১১৪ জন ক্যান্সার, ০৫ জন কিডনী, ০১ জন লিভার সিরোসিস, ০৬ জন স্ট্রোকে প্যারালাইজড, ০২ জন জন্মগত হৃদরোগ ও ০৪ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী।